A
টোকিও
B
নিউইয়র্ক
C
তেহরান
D
হংকং
উত্তরের বিবরণ
বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়ভার
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশিত ২০২৩ সালের বার্ষিক বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়সূচক অনুযায়ী, চলতি বছরে জীবনযাত্রার গড় ব্যয় ৭.৪% বৃদ্ধি পেয়েছে। এই সূচক বিশ্বজুড়ে বিভিন্ন শহর ও দেশের জীবনযাত্রার ব্যয় তুলনা করে প্রকাশ করা হয়।
জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি – শহরভিত্তিক
১. হংকং
২. সিঙ্গাপুর সিটি
৩. জুরিখ
৪. জেনেভা
৫. বাসেল
৬. বার্ন
৭. নিউইয়র্ক সিটি
৮. লন্ডন
৯. নাসাউ
১০. লস অ্যাঞ্জেলেস
জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি – দেশভিত্তিক
১. সুইজারল্যান্ড
২. বাহামাস
৩. আইসল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. বার্বাডোজ
৬. নরওয়ে
৭. ডেনমার্ক
৮. হংকং (চীন)
৯. যুক্তরাষ্ট্র
১০. অস্ট্রেলিয়া
উৎস: [Numbeo ওয়েবসাইট]

0
Updated: 2 months ago
২০২৪ সালে আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
Created: 2 months ago
A
দক্ষিণ কোরিয়া
B
সুইজারল্যান্ড
C
অস্ট্রেলিয়া
D
হংকং
জীবন প্রত্যাশা:
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জীবন প্রত্যাশার দেশ -
১. হংকং: ৮৫.৬৩ বছর,
২. জাপান: ৮৪.৮৫ বছর,
৩. দক্ষিণ কোরিয়া: ৮৪.৪৩ বছর,
৪. ফ্রেঞ্চ পলিনেশিয়া: ৮৪.১৯ বছর,
৫. সুইজারল্যান্ড: ৮৪.০৯ বছর।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 2 months ago