A
The final decision of a committee
B
A rule for managing meetings
C
The summary of a discussion
D
Minimum number of members to conduct a meeting
উত্তরের বিবরণ
The correct answer is - ঘ) Minimum number of members to conduct a meeting
Quorum (Noun)
-
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made
-
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
Synonyms (সমার্থক শব্দ):
-
Attendance (উপস্থিতি)
-
Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন)
-
Assemblage (সমাবেশ)
-
Gathering (জমায়েত)
-
Meeting (সভা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Absence (অনুপস্থিতি)
-
Non-attendance (অনুপস্থিতি)
-
Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব)
-
Insufficient (অপর্যাপ্ত)
-
Deficient (ঘাটতি)
Other Forms:
-
Quorate (adjective): যেখানে বৈধ সংখ্যক সদস্য উপস্থিত থাকে
Example Sentences:
-
If a quorum is not present, the meeting must be adjourned.
-
Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago
BROCHURE means
Created: 2 months ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
What is the meaning of "Vacillate"?
Created: 21 hours ago
A
To make pain or problems less severe
B
Waver or be indecisive
C
Speed and interest
D
Of or caused by disease
Vacillate (intransitive verb)
English Meaning: To be unable to decide something and especially to continue to change opinions; waver or be indecisive.
Bangla Meaning: (between) দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া।
উদাহরণ: vacillate between hope and fear
Example Sentences:
My listening tastes vacillate between music and talk radio.
He vacillates between accepting the new position and retirement.

0
Updated: 21 hours ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago