To __________ someone means to criticize or find fault with them.
A
reproach
B
reticent
C
recent
D
robust
উত্তরের বিবরণ
The correct answer is - ক) Reproach
Complete Sentence:
-
To reproach someone means to criticize or find fault with them.
-
Bangla Meaning: কাউকে তিরস্কার করা, দোষ দেওয়া বা ভুলের জন্য অপমানসূচকভাবে কিছু বলা।
Reproach (Verb)
-
English Meaning: To criticize or find fault with someone
-
Bangla Meaning: reproach somebody (for/with something) — (দুঃখী স্বভাবের বা দুঃখবাদী লোকদের) নিন্দা করা
Synonyms (সমার্থক শব্দ):
-
Rebuke (তিরস্কার বা ভর্ৎসনা করা)
-
Scold (তীব্র ভাষায় তিরস্কার করা)
-
Castigate (অভিশাপ দেওয়া)
-
Chastise (শাস্তি দেওয়া)
-
Disgrace (তিরস্কার বা ভর্ৎসনা করা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Praise (প্রশংসা করা)
-
Commendation (প্রশংসা; অনুমোদন)
-
Credit (কৃতিত্ব দেওয়া)
-
Honor (সম্মান করা)
Other Forms:
-
Reproachful (adjective): নিন্দনীয়
-
Reproachfully (adverb): তীব্র নিন্দা বা ভর্ৎসনার সঙ্গে
Example Sentences:
-
He reproached his wife with her inattention, her habitual neglect of the children.
-
She looked at him with reproach.
Other Options (ভুল কারণ):
-
Reticent (adjective): স্বল্পভাষী; গুরুগম্ভীর
-
Recent: সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন
-
Robust: শক্তসমর্থ
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
He was debarred ____ promotion.
Created: 2 weeks ago
A
from
B
of
C
off
D
with
বাক্যটি “He was debarred from promotion” থেকে বোঝা যায় যে তাকে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। Debar শব্দের সঠিক ব্যবহার এবং প্রিপজিশন ব্যাখ্যা করা হলো।
-
Debar শব্দের অর্থ হলো বাধা দেওয়া বা বঞ্চিত করা, সাধারণত কোনো অধিকার বা সুবিধা থেকে।
-
কাউকে কোনো কাজ বা সুবিধা থেকে বিরত রাখার সময় from প্রিপজিশন ব্যবহার হয়।
-
এখানে promotion (পদোন্নতি) হলো যা থেকে debarred করা হয়েছে।
-
বাক্যটির অর্থ: তাকে পদোন্নতির সুযোগ থেকে বাধা দেওয়া হয়েছিল।
-
Other options:
-
খ) of – “debar of” বলা যায় না, এটি ব্যাকরণগতভাবে ভুল।
-
গ) off – “off” দূরত্ব বা আলাদা হওয়া বোঝায়, এখানে প্রযোজ্য নয়।
-
ঘ) with – “with” সহযোগিতা বোঝায়, “debar”-এর সাথে ব্যবহার হয় না।
-

0
Updated: 2 weeks ago
Fill in the blank:
The meeting was postponed ___ the chairman’s absence.
Created: 3 weeks ago
A
because
B
because of
C
due
D
for
সঠিক উত্তর হলো খ) because of। বাক্যটির ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
Complete Sentence: The meeting was postponed because of the chairman’s absence.
-
বাক্যে “the chairman’s absence” একটি noun phrase, তাই এর আগে preposition প্রয়োজন।
-
“Because of” হলো একটি prepositional phrase, যা noun বা noun phrase-এর আগে কারণ বোঝাতে ব্যবহৃত হয়।
-
“Because” হলো conjunction, যা মূলত clause বা বাক্যের পূর্ণ অংশের কারণ বোঝায়, তাই এখানে ব্যবহার সঠিক নয়।
-
“Due” সাধারণত “due to” ফর্মে ব্যবহৃত হয়; একা ব্যবহার ভুল।
-
“For” এবং “by” এখানে কারণ বোঝাতে ব্যবহার হয় না।
-
সারসংক্ষেপ: কারণ বোঝাতে noun phrase-এর আগে সঠিক preposition হলো because of।

0
Updated: 3 weeks ago
The committee reached a ________ decision to sanction the ________ member, hoping to ________ a more cooperative environment in future meetings.
Created: 1 month ago
A
unamimous, contemacius, facillitate
B
unanimous, contumacious, facilitate
C
unonimous, contumacius. fecilitate
D
unanimous, contemacious, facilitat
Complete Sentence:
The committee reached a unanimous decision to sanction the contumacious member, hoping to facilitate a more cooperative environment in future meetings.
Bangla Meaning:
কমিটি ঐ অবাধ্য সদস্যকে শাস্তি প্রদানের জন্য একমত হয়েছে, যাতে ভবিষ্যতের বৈঠকগুলোতে সহযোগিতা বাড়ানো যায়।
Word Analysis:
1. Unanimous (adjective)
English Meaning: fully in agreement; when all members of a group share the same opinion or decision.
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
Example Sentences:
The committee reached a unanimous decision to approve the proposal.
The voters were unanimous in their support for the new policy.
2. Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: কর্তৃপক্ষের প্রতি জিদ্দি বা অবজ্ঞাসূচক।
Example Sentences:
The student was contumacious when he refused to follow the school rules.
Contumacious behavior in court can lead to contempt charges.
3. Facilitate (transitive verb)
English Meaning: to make something possible or easier.
Bangla Meaning: কোনো কাজ বা প্রক্রিয়া সহজ করা; অসুবিধা বা কষ্ট লাঘব করা।
Example Sentences:
The current structure does not facilitate efficient workflow.
You could facilitate the process by sharing your knowledge.
Grammar Note:
“Hoping to facilitate…” is a participial phrase modifying the committee, explaining the purpose of their decision.
Sources:
Cambridge Dictionary
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago