We need _____________ reform of rape laws of our country.
A
run short
B
rank and file
C
root and branch
D
none of them
উত্তরের বিবরণ
The correct answer is - গ) root and branch.
Idiom/Phrase: Root and branch
-
English Meaning: Used to express the thorough or radical nature of a process or operation; completely
-
Bangla Meaning: সমূল / আমূল / সম্পূর্ণরূপে
Example Sentence:
-
We need root-and-branch reform of rape laws of our country.
-
Bangla Meaning: আমাদের দেশের ধর্ষণ আইনের আমূল পরিবর্তন প্রয়োজন।
Other Options:
-
Rank and file
-
English Meaning: The ordinary members of an organization as opposed to its leaders
-
Bangla Meaning: সাধারণ স্তরের সদস্যগণ
-
-
Run short
-
English Meaning: Become depleted; have too little of something
-
Bangla Meaning: ফুরিয়ে যাওয়া / ঘাটতি হওয়া
-
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Neither any of the members of the society nor the Chairman _____ the annual meeting.
Created: 2 weeks ago
A
were present at
B
has been present for
C
was present at
D
have been present
সম্পূর্ণ বাক্য: Neither any of the members of the society nor the Chairman was present at the annual meeting.
ব্যাকরণগত নিয়ম:
Neither … nor … গঠন: এই ধরনের গঠনে, ক্রিয়াপদ (verb) সাধারণত নিকটতম কর্তা (nearest subject)-এর সাথে সঙ্গতি রেখে বসে।
এই বাক্যে, নিকটতম কর্তা হলো "the Chairman", যা একটি একবচন (singular)। তাই ক্রিয়াপদটিও একবচন (singular) হওয়া উচিত।
"Present at a meeting" -এর অর্থ হলো কোনো সভায় উপস্থিত থাকা।
বিস্তারিত ব্যাখ্যা:
যখন Either ... or, Neither ... nor, Not only ... but also দ্বারা একাধিক কর্তা (subject) যুক্ত থাকে, তখন ক্রিয়াপদটি (verb) তার নিকটতম কর্তার (nearest subject) সাথে সঙ্গতিপূর্ণ হয়।
অর্থাৎ, Assertive sentence-এ 'or', 'nor', 'but also'-এর পরে যদি একবচন কর্তা (singular subject) থাকে, তবে একবচন ক্রিয়াপদ (singular verb) বসবে।
যদি বহুবচন কর্তা (plural subject) থাকে, তবে বহুবচন ক্রিয়াপদ (plural verb) বসবে।
উদাহরণ:
Neither he nor his friends have attended the meeting.
এখানে, শেষের অংশে "his friends" একটি বহুবচন বিশেষ্য (Plural Noun), তাই বহুবচন ক্রিয়াপদ 'have' ব্যবহৃত হয়েছে।
গঠন (Structure):
[Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
উদাহরণ: Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
এখানে, "marketing manager" একবচন, তাই verb "is" বসেছে।
[Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
উদাহরণ: Neither Rony nor his friends are going to the beach today.
এখানে, "his friends" বহুবচন, তাই verb "are" বসেছে।
অন্যান্য বিকল্পগুলির ব্যাখ্যা:
ক) were present at: * "members … nor Chairman" এর ক্ষেত্রে, নিকটতম কর্তা "Chairman" একবচন। তাই বহুবচন ক্রিয়াপদ "were" ব্যবহার করা ভুল।
খ) has been present for: * এটি Present Perfect Tense. প্রদত্ত বাক্যের প্রেক্ষাপটে, Simple Past Tense (was) প্রয়োজন। তাই এটি ভুল।
ঘ) have been present: * এটি বহুবচন। যেহেতু নিকটতম কর্তা "Chairman" একবচন, তাই বহুবচন ক্রিয়াপদ "have been" ভুল।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, "was present" সঠিক কারণ এটি নিকটতম কর্তা "the Chairman" (singular) এর সাথে সঙ্গতিপূর্ণ এবং এটি Simple Past Tense নির্দেশ করছে।

0
Updated: 2 weeks ago
She always tries to ____ her classmates.
Created: 2 weeks ago
A
put on
B
run on
C
call on
D
tell on
বাক্যটি “She always tries to tell on her classmates” বোঝায় যে সে নিয়মিত নিজের সহপাঠীদের সম্পর্কে অভিযোগ করতে চেষ্টা করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Tell on হলো একটি phrasal verb, যার অর্থ কারও নামে অভিযোগ দেওয়া, বিশেষ করে শিক্ষক, অভিভাবক বা কর্তৃপক্ষের কাছে।
-
এটি সাধারণত নালিশ করা বা অভিযোগ করার জন্য ব্যবহার হয়।
-
Other options:
-
ক) put on – মানে “পরা” (যেমন জামাকাপড় পরা); এখানে প্রাসঙ্গিক নয়।
-
খ) run on – মানে “চালিত হওয়া” (যেমন train runs on coal); অর্থের সঙ্গে মিল নেই।
-
গ) call on – মানে কারও সাথে দেখা করা বা কারও কাছে কিছু চাওয়া; এখানে প্রাসঙ্গিক নয়।
-

0
Updated: 2 weeks ago
If she _____ more time, she would learn to play the piano.
Created: 3 weeks ago
A
had
B
has
C
will have
D
having
Complete sentence: If she had more time, she would learn to play the piano।
Sentence টি Second Conditional এর নিয়ম অনুসারে গঠিত।
Second Conditional এর নিয়ম:
-
If + Past Indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause-এ subject-এর পরে would / could / might + verb এর base form বসে।
-
Structure: If + past indefinite + subject + would/could/might + verb (base form) + extension।
-
উদাহরণ: If I were rich, I would travel the world।
-
Note: If clause-এ be verb হিসেবে সাধারণত were ব্যবহৃত হয়; If না থাকলে শর্তযুক্ত অংশটি were দিয়ে শুরু করা যায়।
উল্লিখিত অন্যান্য অপশন:
-
has – Present tense; Second Conditional এ ব্যবহার হয় না।
-
will have – Future tense; Second Conditional এ ব্যবহার হয় না।
-
having – Gerund/Participle; sentence structure-এ মিলছে না।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হলো had।

0
Updated: 3 weeks ago