A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
উত্তরের বিবরণ
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 1 week ago
'Razzmatazz' means-
Created: 2 months ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
"Read between the lines" এর অর্থ কী?
Created: 1 week ago
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 3 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 3 months ago