মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে মোট কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়েছে?
A
৬৭৪ জন
B
৬৭৫ জন
C
৬৭৬ জন
D
৬৮৬ জন
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব
-
মুক্তিযুদ্ধের খেতাব প্রদান: ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর অসামান্য অবদান ও বীরত্বের জন্য মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীরউত্তম: ৬৮ জন
-
বীরবিক্রম: ১৭৫ জন
-
বীরপ্রতীক: ৪২৬ জন
-
-
খেতাব সংশোধন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত খেতাব বাতিল করে।
-
বর্তমান খেতাব সংখ্যা: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীরউত্তম: ৬৭ জন
-
বীরবিক্রম: ১৭৪ জন
-
বীরপ্রতীক: ৪২৪ জন
-
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালীন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে?
Created: 1 month ago
A
৭ নং
B
৮ নং
C
১০ নং
D
১১ নং
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
১০ নং সেক্টর
-
মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
-
১০ নং সেক্টর গঠিত হয় নৌ-কমান্ডো বাহিনী নিয়ে।
-
এই সেক্টরটি ছিল দেশের সমুদ্র এলাকা ও নৌপথ সংরক্ষণের জন্য।
-
বাহিনী গঠনের উদ্যোগ নেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।
-
১০ নং সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না।
-
যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো, সেই এলাকার কমান্ডার ১০ নং সেক্টরের দায়িত্ব পালন করতেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
Created: 1 month ago
A
১১ টি
B
৩২ টি
C
৬৪ টি
D
৭২ টি
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টর ও সাব-সেক্টর বিন্যাস
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
-
১০ এপ্রিল ১৯৭১ অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়।
-
এ সরকার প্রথমে দেশকে ৪টি সেক্টরে ভাগ করে।
-
১১ এপ্রিল সেক্টরগুলো পুনর্গঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
-
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয় এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
-
১০ নং সেক্টরে কোনও নিয়মিত কমান্ডার ছিলেন না; এটি ছিল মূলত নৌ সেক্টর।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago