A
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
B
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
C
লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
D
লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
উত্তরের বিবরণ
নগরীর রাস্তায় ট্রাফিক লাইটের ক্রম হলো: লাল – হলুদ – সবুজ – হলুদ – লাল।
ট্রাফিক সিগন্যালে লাল আলো মানে থামতে হবে।
হলুদ আলো জ্বলে উঠলে যাত্রার প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ কিছু সময় অপেক্ষার পর যাত্রা শুরু করার সংকেত।
সবুজ আলো জ্বলে উঠলেই চলাচল শুরু করতে হবে।
চলমান অবস্থায় হলুদ আলো জ্বলে উঠলে গতি কমিয়ে থামার প্রস্তুতি নিতে হবে।
লাল আলো জ্বলে উঠলে অবশ্যই থামতে হবে।
উৎস: সময় নিউজ রিপোর্ট। [Link]

0
Updated: 2 months ago