বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর উপাধি কী ছিল?
A
সিপাহী
B
সার্জেন্ট
C
ল্যান্স নায়েক
D
ক্যাপ্টেন
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
জন্ম: ১৯৪৩, ফরিদপুর জেলা
-
কর্মস্থল: ১৯৬৩ সালের ৮ মে, ২০ বছর বয়সে ইপিআর-এ যোগদান। প্রশিক্ষণ শেষে পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছিলেন।
-
ইপিআর নম্বর: ১৩১৮৭
-
পদবি: ল্যান্স নায়েক
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১
-
সমাধি: রাঙ্গামাটি জেলার নানিয়ারচর
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
Created: 1 month ago
A
১১ টি
B
৩২ টি
C
৬৪ টি
D
৭২ টি
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টর ও সাব-সেক্টর বিন্যাস
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
-
১০ এপ্রিল ১৯৭১ অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়।
-
এ সরকার প্রথমে দেশকে ৪টি সেক্টরে ভাগ করে।
-
১১ এপ্রিল সেক্টরগুলো পুনর্গঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
-
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয় এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
-
১০ নং সেক্টরে কোনও নিয়মিত কমান্ডার ছিলেন না; এটি ছিল মূলত নৌ সেক্টর।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন 'অপারেশন জ্যাকপট' হচ্ছে -
Created: 1 month ago
A
গেরিলা বাহিনীর অভিযান
B
বিমান বাহিনীর অভিযান
C
নৌ কমান্ডোদের অভিযান
D
সেনাবাহিনীর অভিযান
অপারেশন জ্যাকপট
-
১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
-
এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোগণ অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হন।
-
এদিন রাতে নৌ-কমান্ডোগণ একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে ১০নং সেক্টরের অধীনে নৌ-কমান্ডো বাহিনী ছিল।
-
এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথকে অন্তর্ভুক্ত করত।
উৎস:
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago