বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন-
A
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
B
সাইমন ড্রিং
C
অ্যালেন গিন্সবার্গ
D
রবিশঙ্কর
উত্তরের বিবরণ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরপ্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে জন্ম নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মৃত্যু বরণ করেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ”চরমপত্র” পাঠ করতেন কে?
Created: 1 month ago
A
সিকান্দার আবু জাফর
B
মাহবুবুল আলম
C
এম. আর. আখতার মুকুল
D
গাজী মাজহারুল ইসলাম
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
-
এর প্রাথমিক যাত্রা শুরু হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
-
১৯৭১-এর ৩০ মার্চ, পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালায়, ফলে এটি অচল হয়ে যায়।
-
২৫ মে কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং একই দিনে সেখানে কার্যক্রম শুরু হয়।
-
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল:
-
চরমপত্র – পরিকল্পনা করেন আবদুল মান্নান; উপস্থাপক ছিলেন এম.আর. আখতার মুকুল।
-
জল্লাদের দরবার – জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর উপাধি কী ছিল?
Created: 1 month ago
A
সিপাহী
B
সার্জেন্ট
C
ল্যান্স নায়েক
D
ক্যাপ্টেন
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
ল্যান্স নায়েক নূর মুহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
জন্ম: ১৯৪৩, ফরিদপুর জেলা
-
কর্মস্থল: ১৯৬৩ সালের ৮ মে, ২০ বছর বয়সে ইপিআর-এ যোগদান। প্রশিক্ষণ শেষে পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছিলেন।
-
ইপিআর নম্বর: ১৩১৮৭
-
পদবি: ল্যান্স নায়েক
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১
-
সমাধি: রাঙ্গামাটি জেলার নানিয়ারচর
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

0
Updated: 1 month ago