A
চন্দ্রিমা উদ্যানে
B
ঢাকা ক্যান্টনমেন্টে
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
No subjects available.
উত্তরের বিবরণ
আত্মসমর্পণ অনুষ্ঠান (১৬ ডিসেম্বর ১৯৭১)
-
স্থান: তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
-
ঘটনা: পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
-
যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর: লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
-
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন: ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
-
ভারতীয় বাহিনীর সঙ্গে ঢাকায় উপস্থিত ছিলেন: কাদের সিদ্দিকী।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন-
Created: 1 week ago
A
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
B
সাইমন ড্রিং
C
অ্যালেন গিন্সবার্গ
D
রবিশঙ্কর
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
বীরত্বসূচক খেতাব
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
No subjects available.
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরপ্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে জন্ম নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মৃত্যু বরণ করেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধকালীন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে?
Created: 1 week ago
A
৭ নং
B
৮ নং
C
১০ নং
D
১১ নং
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
১০ নং সেক্টর
-
মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
-
১০ নং সেক্টর গঠিত হয় নৌ-কমান্ডো বাহিনী নিয়ে।
-
এই সেক্টরটি ছিল দেশের সমুদ্র এলাকা ও নৌপথ সংরক্ষণের জন্য।
-
বাহিনী গঠনের উদ্যোগ নেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।
-
১০ নং সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না।
-
যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো, সেই এলাকার কমান্ডার ১০ নং সেক্টরের দায়িত্ব পালন করতেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
Created: 1 week ago
A
৭নং সেক্টর
B
৫নং সেক্টর
C
৬নং সেক্টর
D
৮নং সেক্টর
সাধারণ জ্ঞান
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
বীরশ্রেষ্ঠ ও তাঁদের সেক্টর (উৎস: বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর
-
ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না

0
Updated: 1 week ago