বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনী সদস্য ছিলেন কে?
A
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
B
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
C
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
D
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল
বীরশ্রেষ্ঠ | কর্মস্থল |
---|---|
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর | সেনাবাহিনী |
সিপাহী মোস্তফা কামাল | সেনাবাহিনী |
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান | বিমান বাহিনী |
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ | সাবেক ই. পি. আর. |
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ | সাবেক ই. পি. আর. |
সিপাহী হামিদুর রহমান | সেনাবাহিনী |
ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন | নৌবাহিনী |
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন 'অপারেশন জ্যাকপট' হচ্ছে -
Created: 1 month ago
A
গেরিলা বাহিনীর অভিযান
B
বিমান বাহিনীর অভিযান
C
নৌ কমান্ডোদের অভিযান
D
সেনাবাহিনীর অভিযান
অপারেশন জ্যাকপট
-
১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
-
এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোগণ অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হন।
-
এদিন রাতে নৌ-কমান্ডোগণ একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে ১০নং সেক্টরের অধীনে নৌ-কমান্ডো বাহিনী ছিল।
-
এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথকে অন্তর্ভুক্ত করত।
উৎস:
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ ভেটো প্রদান করে?
Created: 1 month ago
A
ভারত
B
চীন
C
সোভিয়েত ইউনিয়ন
D
যুক্তরাষ্ট্র
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
জাতিসংঘে বাংলাদেশ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল।
-
একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে।
-
তবে প্রতিবারই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বার্থ রক্ষায় সেই প্রস্তাবে ভেটো প্রদান করে, ফলে পাকিস্তানপন্থী প্রচেষ্টা ব্যর্থ হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শেণি

0
Updated: 1 month ago
জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়?
Created: 1 month ago
A
শহীদ মিনার
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
সোহরাওয়ার্দী উদ্যান
D
রমনা পার্ক
জাতীয় পতাকা ও প্রথম উত্তোলন
• জাতীয় পতাকা প্রথম উত্তোলন:
-
১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো মিলিত হয়ে ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে।
-
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
-
এই স্মরণীয় ঘটনাকে উৎসর্গ করে ২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে পালন করা হয়।
• জাতীয় পতাকার বর্ণনা ও নিয়ম:
-
বাংলাদেশের জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো কিছু অনুমোদিত আকৃতি, গঠন, রং ও উত্তোলনের নিয়মকানুন অনুসরণ করে।
-
পতাকা বিধি (১৯৭২) অনুযায়ী:
-
পতাকার রং হবে গাঢ় সবুজ, আয়তনের অনুপাত ১০:৬।
-
সবুজ অংশের মাঝখানে থাকবে একটি লাল বৃত্ত।
-
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের ১/৫ অংশ।
-
বৃত্তের কেন্দ্রবিন্দু হবে পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝ দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago