A
গেরিলা বাহিনীর অভিযান
B
বিমান বাহিনীর অভিযান
C
নৌ কমান্ডোদের অভিযান
D
সেনাবাহিনীর অভিযান
No subjects available.
উত্তরের বিবরণ
অপারেশন জ্যাকপট
-
১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
-
এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোগণ অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হন।
-
এদিন রাতে নৌ-কমান্ডোগণ একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে ১০নং সেক্টরের অধীনে নৌ-কমান্ডো বাহিনী ছিল।
-
এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথকে অন্তর্ভুক্ত করত।
উৎস:
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
জেড ফোর্স এর প্রধান কে ছিলেন?
Created: 1 week ago
A
জিয়াউর রহমান
B
সফিউল্লাহ
C
খালেদ মোশাররফ
D
জিয়া হায়দার
মুক্তিবাহিনীর নিয়মিত ব্রিগেডসমূহ
১. জেড ফোর্স:
-
মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের নামের ইংরেজি আদ্যক্ষর ‘Z’ অনুসারে।
-
ব্রিগেডটি গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে।
২. এস ফোর্স:
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডের সৈন্যরা দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য।
-
এই ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
৩. কে ফোর্স:
-
এই ব্রিগেড ৭ই অক্টোবর গঠিত হয়।
-
এর সদস্যরা ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্য।
-
ব্রিগেডের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ।
-
নামকরণ করা হয়েছে তার নামের ইংরেজি আদ্যক্ষর ‘K’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
Who was the Sector Commander of Sector No. 11 during the Liberation War?
Created: 1 week ago
A
Rafiqul Islam
B
Khaled Mosharraf
C
M. Abu Taher
D
K.M. Shafiullah
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডার
১ নং সেক্টর
-
এলাকা: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর জিয়াউর রহমান
-
পরে মেজর রফিকুল ইসলাম
-
২ নং সেক্টর
-
এলাকা: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালী
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর খালেদ মোশাররফ
-
পরে মেজর এ.টি.এম হায়দার
-
৩ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর সিলেট
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ
-
পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান
-
৪ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, চট্টগ্রাম দক্ষিণ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত (সি.আর. দত্ত)
-
পরে ক্যাপ্টেন এ. রব
-
৫ নং সেক্টর
-
এলাকা: রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, টাঙ্গাইল
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর নাজমুল হক
-
পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
-
৮ নং সেক্টর
-
এলাকা: কুষ্টিয়া, যশোর, খুলনা
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী
-
পরে মেজর এম.এ মঞ্জুর
-
৯ নং সেক্টর
-
এলাকা: বরিশাল, পটুয়াখালী, খুলনার কিছু অংশ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম.এ জলিল
-
পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
১০ নং সেক্টর
-
এলাকা: সমুদ্রভিত্তিক অভিযান
-
বৈশিষ্ট্য: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত, স্থায়ী সেক্টর কমান্ডার ছিলেন না।
১১ নং সেক্টর
-
এলাকা: সমগ্র ময়মনসিংহ জেলা (টাঙ্গাইল জেলা ও কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত)
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম. আবু তাহের
-
তিনি গুরুতর আহত হলে দায়িত্ব পান স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
-
-
হেডকোয়ার্টার: মহেন্দ্রগঞ্জ

0
Updated: 1 week ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 1 week ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
No subjects available.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago