What is the meaning of the word "Jocular"?
A
Boring and dull
B
Angry and rude
C
Silent and thoughtful
D
Humorous and playful
উত্তরের বিবরণ
Correct Answer: Humorous and playful
Jocular (adjective)
English Meaning:
-
Humorous
-
Enjoying making people laugh
Bangla Meaning:
রসিকতাপ্রিয়; রসিক।
Synonyms: Cheerful (আনন্দমুখর), Jolly (প্রফুল্ল), Jovial (উৎফুল্ল), Amusing (চিত্তাকর্ষক), Comic (হাস্যকর)।
Antonyms: Serious (গুরুগম্ভীর), Humourless (রসহীন), Gloomy (বিষণ্ন), Depressed (হতাশ), Demoralized (অবদমিত)।
Other Forms:
-
Jocularly (adverb)
-
Jocularity (noun)
Example Sentences:
-
She explained in a jocular fashion that I was the problem.
Bangla Meaning: তিনি রসিকভাবে ব্যাখ্যা করলেন যে সমস্যা আমার। -
She sighed and turned her head to look behind her and gave him a jovial smile.
Bangla Meaning: তিনি নিশ্বাস ছাড়লেন, মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন এবং তাকে একটি প্রফুল্ল হাসি দেখালেন।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
Choose the word most opposite in meaning to “Laconic”:
Created: 3 weeks ago
A
Brief
B
Silent
C
Verbose
D
Terse
সঠিক উত্তর হলো গ) Verbose। কারণ এটি Laconic-এর বিপরীত শব্দ। যেখানে Laconic মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, সেখানে Verbose মানে অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলা বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
-
Correct Answer: গ) Verbose
-
Bangla Meaning: বাক্স্পর্শী, অতিরিক্ত শব্দ ব্যবহারকারী
-
English Meaning: Using more words than needed; wordy or long-winded
-
-
Laconic
-
Bangla Meaning: সংক্ষিপ্ত, কম কথা বলা
-
English Meaning: Using very few words; brief and to the point
-
-
অন্যান্য অপশন:
-
ক) Brief
-
Bangla Meaning: সংক্ষিপ্ত
-
English Meaning: Short in duration or expression; concise
-
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব
-
English Meaning: Not speaking or making noise
-
-
ঘ) Terse
-
Bangla Meaning: সরল ও সংক্ষিপ্ত
-
English Meaning: Brief and direct in a way that may seem rude or unfriendly
-
-
ঙ) Reserved
-
Bangla Meaning: সংযত, নির্দিষ্ট
-
English Meaning: Slow to reveal emotion or opinions; restrained
-
-

0
Updated: 3 weeks ago
What is the meaning of "Habeas corpus"
Created: 3 weeks ago
A
To be wasted
B
The slightest opportunity.
C
Working together
D
A protection against illegal imprisonment
Correct answer: ঘ) A protection against illegal imprisonment.
-
Habeas corpus:
-
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার।
-
Example:
-
Habeas corpus should not be denied.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার প্রত্যাখ্যান করা উচিত না।
Other options:
-
Go up in smoke / end up in smoke:
-
English Meaning: to be wasted / come to nothing.
-
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় শেষ হওয়া।
-
-
The slightest opportunity:
-
Bangla Translation: সবচেয়ে ছোট সুযোগ।
-
-
Working together:
-
Bangla Translation: একসাথে কাজ করা।
-

0
Updated: 3 weeks ago
Faults are thick where love is thin. - Bangla meaning?
Created: 3 weeks ago
A
মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা
B
মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
C
যিনি কাজে উদার তিনিই সুন্দর
D
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
The correct answer is - ঘ) যারে দেখতে নারি তার চলন বাঁকা
Explanation:
-
ইংরেজি প্রবাদ: Faults are thick where love is thin.
-
বাংলায় এর অর্থ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
-
প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দ পরিবর্তন বা সমার্থক ব্যবহার করা যায় না। তাই প্রচলিত রূপই সঠিক।
Other options (incorrect translations):
-
Great minds think alike. → মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
-
Great talkers are little doers. → কথায় যারা বড় তারা কাজে কম।
-
Handsome is as/that handsome does. → যিনি কাজে উদার তিনিই সুন্দর।

0
Updated: 3 weeks ago