Keep your fingers crossed
-
English Meaning: to hope strongly that something will happen.
-
Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা
Example Sentence:
-
We’re keeping our fingers crossed that he’ll be healthy again very soon.
উৎস:
What does the idiom "get by heart" mean?
A
To forget something easily
B
To teach something to others
C
To learn something by memory
D
To understand something quickly
উত্তরের বিবরণ
Correct Answer: To learn something by memory
(Get) by heart (idiom)
English Meaning: To learn something in such a way that you can say it from memory.
Bangla Meaning: মুখস্থ করা।
Other Options:
ক) To forget something easily → বিপরীত অর্থ।
খ) To teach something to others → জ্ঞান প্রদান করা।
গ) To understand something quickly → দ্রুত বোঝা।
Example Sentence:
To be successful in the BCS exam, we have to get a lot of information by heart.
Bangla Meaning: বিসিএসে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক তথ্য মুখস্থ করতে হয়।
Source: Live MCQ lecture
0
Updated: 1 month ago
What is the meaning of idiom "Bag and baggage"?
Created: 1 week ago
A
Leaving nothing behind
B
Heavy things
C
Own property
D
Valuable goods
Bag and baggage একটি প্রচলিত ইংরেজি বাগ্ধারা (Idiom), যা এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যখন কেউ সবকিছু সাথে নিয়ে কোথাও থেকে চলে যায়, অর্থাৎ কিছুই ফেলে রেখে যায় না। এটি সম্পূর্ণ প্রস্থান বা চূড়ান্ত ত্যাগের ধারণা প্রকাশ করে।
ইংরেজি অর্থ: With all possessions; completely.
বাংলা অর্থ: তল্পিতল্পাসহ; সবকিছু সাথে নিয়ে।
উদাহরণ বাক্য:
He left the place bag and baggage.
বাংলা অর্থ: সে তল্পিতল্পাসহ স্থানটি ছেড়ে চলে গেল।
উল্লিখিত অপশনগুলোর অর্থ:
Leaving nothing behind: পিছনে কিছুই না রেখে যাওয়া।
Heavy things: ভারী জিনিসপত্র।
Own property: নিজস্ব সম্পত্তি।
Valuable goods: দামী জিনিসপত্র।
অপশন বিশ্লেষণ:
‘Bag and baggage’ বাগ্ধারাটি ‘সবকিছু সাথে নিয়ে চলে যাওয়া’ বা ‘পিছনে কিছুই না রেখে চলে যাওয়া’—এই অর্থে ব্যবহৃত হয়। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Leaving nothing behind’-ই এর অর্থের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর হলো: ‘Bag and baggage’ idiom-এর অর্থ – Leaving nothing behind.
0
Updated: 1 week ago
What does the idiom "Keep one's fingers crossed" mean?
Created: 1 month ago
A
To hope strongly that something will happen
B
To remain silent in a tense situation
C
To avoid getting into trouble
D
To hold something tightly with both hands
1
Updated: 1 month ago
What does the idiom "Cook the books" mean?
Created: 3 weeks ago
A
To alter records fraudulently
B
To prepare financial records accurately
C
To manage a business efficiently
D
To share financial information openly
Cook the books একটি idiom, যা বোঝায় হিসাবপত্রে জালিয়াতি বা কারচুপি করা, অর্থাৎ কোনো আর্থিক তথ্যকে অসৎ বা অবৈধভাবে পরিবর্তন করা।
Cook the books (idiom)
English Meaning: Alter facts or figures dishonestly or illegally
Bangla Meaning: হিসাবপত্রে কারচুপি করা; জালিয়াতি করা
Correct Answer: ক) To alter records fraudulently (হিসাবপত্রে জালিয়াতি করা)
Other Options:
খ) To prepare financial records accurately → বিপরীত অর্থ (সত্যনিষ্ঠ হিসাব)
গ) To manage a business efficiently → সম্পর্কহীন (হিসাবরক্ষণে নয়)
ঘ) To share financial information openly → বিপরীত অর্থ (cook the books মানে তথ্য লুকানো)
Example Sentence:
He was an accountant; he could have cooked the books and made himself a lot more money.
Source:
0
Updated: 3 weeks ago