A
Lofty
B
Diffident
C
Abundant
D
Restrict
উত্তরের বিবরণ
Correct Answer: Diffident
Haughty (adjective)
English Meaning: Behaving in an unfriendly way towards others because you think you are better than them.
Bangla Meaning: উদ্ধত; অহংকারী।
Synonyms: Arrogant (অহংকারী), Pompous (গর্বিত), Superior (শ্রেষ্ঠ), Lofty (দাম্ভিক), Chesty (মেজাজী/জেদী/একগুঁয়ে)।
Antonyms: Humble (বিনয়ী), Shy (লাজুক), Timid (ভীতু), Meek (নম্র), Diffident (দ্বিধাগ্রস্থ)।
Other Forms:
-
Haughtily (adverb)
-
Haughtiness (noun)
Other Options:
-
Abundant → প্রচুর; অধিক।
-
Restrict → সীমিত করা; সীমাবদ্ধ রাখা।
Example Sentences:
-
He replied with haughty disdain.
Bangla Meaning: তিনি উদ্ধত ঘৃণার সঙ্গে উত্তর দিলেন। -
This office is controlled by haughty aristocrats.
Bangla Meaning: এই অফিসটি উদ্ধত অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
The antonym for 'Recalcitrant'-
Created: 1 month ago
A
Compliant
B
Passive
C
Indifferent
D
Careful
Recalcitrant অর্থ— এমন একজন ব্যক্তি যিনি আদেশ মানতে বা কর্তব্য পালন করতে ইচ্ছুক হন না, অথবা এমন কোনো প্রাণী যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলা ভাষায় এর অর্থ হলো— অবাধ্য, অবনমিত, শৃঙ্খলা ভঙ্গকারী।
দেওয়া অপশনগুলো হলো:
ক) Compliant — অন্যের ইচ্ছা মেনে চলা, নম্র ও ভদ্র।
খ) Passive — নিষ্ক্রিয়, বাধ্য না হওয়া।
গ) Indifferent — উদাসীন, অনীহ, আগ্রহহীন।
ঘ) Careful — সতর্ক, মনোযোগী, সাবধান।
এই অপশনগুলোর মধ্যে ‘Recalcitrant’ শব্দের সঠিক বিপরীত অর্থ হলো Compliant, অর্থাৎ যে ব্যক্তি আদেশ বা নিয়ম মেনে চলে এবং নমনীয়।
সূত্র: Accessible Dictionary

0
Updated: 1 month ago
Antonym of Perennial -
Created: 21 hours ago
A
Everlasting
B
Antiquated
C
Perpetual
D
Abiding
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time.
Bangla Meaning:
বারোমেসে
দীর্ঘস্থায়ী
(গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন
Synonyms:
Everlasting (চিরস্থায়ী)
Perpetual (ধারাবাহিক)
Eternal (অবিরাম)
Abiding (স্থায়ী)
Ageless (শাশ্বত)
Timeless (নিরবধি)
Antonyms:
Antiquated (অপ্রচলিত)
Obsolete (অপ্রচলিত; সেকেলে)
Ceasing (বন্ধ করা)
Halting (সাময়িকভাবে বন্ধ)
Temporary (অস্থায়ী)
Example Sentences:
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
This variety of oregano is perennial.

0
Updated: 21 hours ago
What is the antonym of 'famous'?
Created: 3 months ago
A
opaque
B
illiterate
C
obscure
D
immature
Famous (বিশেষণ):
-
ইংরেজি অর্থ: বিস্তৃতভাবে পরিচিত বা খ্যাত।
-
বাংলা অর্থ: বিখ্যাত; সুবিদিত।
সমার্থক শব্দ:
Famed, Celebrated, Prominent, Renowned ইত্যাদি।
বিপরীত অর্থের শব্দ:
Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant ইত্যাদি।
উল্লেখিত শব্দগুলোর অর্থ:
-
Opaque: আলোকরোধক; অনচ্ছ; ঝাপসা বা অস্পষ্ট।
-
Illiterate: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; অশিক্ষিত।
-
Obscure: (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট; (২) সুপরিচিত নয় এমন বা অখ্যাত।
-
Immature: অপরিপক্ব; অপক্ব; অসম্পূর্ণ বিকাশপ্রাপ্ত।
অর্থাৎ,
Famous শব্দের বিপরীত অর্থের শব্দ হলো Obscure।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমির এক্সেসিবল ডিকশনারি
২. Merriam-Webster Dictionary

0
Updated: 3 months ago