Which word is an antonym of "haughty"?
A
Lofty
B
Diffident
C
Abundant
D
Restrict
উত্তরের বিবরণ
Correct Answer: Diffident
Haughty (adjective)
English Meaning: Behaving in an unfriendly way towards others because you think you are better than them.
Bangla Meaning: উদ্ধত; অহংকারী।
Synonyms: Arrogant (অহংকারী), Pompous (গর্বিত), Superior (শ্রেষ্ঠ), Lofty (দাম্ভিক), Chesty (মেজাজী/জেদী/একগুঁয়ে)।
Antonyms: Humble (বিনয়ী), Shy (লাজুক), Timid (ভীতু), Meek (নম্র), Diffident (দ্বিধাগ্রস্থ)।
Other Forms:
-
Haughtily (adverb)
-
Haughtiness (noun)
Other Options:
-
Abundant → প্রচুর; অধিক।
-
Restrict → সীমিত করা; সীমাবদ্ধ রাখা।
Example Sentences:
-
He replied with haughty disdain.
Bangla Meaning: তিনি উদ্ধত ঘৃণার সঙ্গে উত্তর দিলেন। -
This office is controlled by haughty aristocrats.
Bangla Meaning: এই অফিসটি উদ্ধত অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
The antonym of the word "Recalcitrant" is -
Created: 2 weeks ago
A
Amenable
B
Intractable
C
Rebellious
D
Prolific
Recalcitrant (Adjective) হলো এমন শব্দ যা বোঝায় যে কেউ যা করা বা মেনে চলার জন্য বলা হচ্ছে, তা করতে অনিচ্ছুক বা অবাধ্য।
-
English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
-
Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী
-
উদাহরণ: a recalcitrant child / attitude
-
-
Synonyms:
-
Uncooperative – অসহযোগী
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Unmanageable – নিয়ন্ত্রণের অযোগ্য
-
Rebellious – অবাধ্য
-
Unruly – অশান্ত
-
-
Antonyms:
-
Amenable – অনুগত
-
Docile – বাধ্য
-
Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত
-
Biddable – কর্তব্যপরায়ণ
-
Ruly – বাধ্য
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Amenable – অনুগত
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Rebellious – অবাধ্য
-
Prolific – প্রচুর পরিমাণে উৎপাদনশীল
-
-
Other Forms:
-
Recalcitrance (Noun, Uncountable) – অবাধ্যতা; অবশ্যতা
-
-
Example Sentences:
-
He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
-
The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.
-

0
Updated: 2 weeks ago
The antonym of the word "Inane" is -
Created: 4 weeks ago
A
Vacuous
B
Astute
C
Fatuous
D
Asinine
Inane (Adjective & Noun)
-
English Meaning: Extremely silly or having no real meaning or importance.
-
Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।
Synonyms:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Antonyms:
-
Profound – গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Judicious – সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
উল্লিখিত অপশনগুলো:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Example Sentences:
-
His jokes were so inane that nobody laughed.
-
She wasted time discussing inane details that didn’t matter.
Source:

0
Updated: 4 weeks ago
What would be the right antonym for 'initiative'?
Created: 1 month ago
A
apathy
B
indolence
C
enterprise
D
activity
‘Initiative’ শব্দের অর্থ হলো—উদ্যোগ, স্বপ্রণোদনা, সক্রিয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা।
এখন প্রদত্ত অপশনগুলো দেখে নিই:
-
apathy → উদাসীনতা, নির্দিষ্ট উদ্যোগ না নেওয়া ✅
-
indolence → অলসতা, কর্মহীনতা ✅
-
enterprise → উদ্যোগ, ব্যবসায়িক প্রয়াস ❌ (এটা সমার্থক)
-
activity → ক্রিয়াশীলতা, কার্যকলাপ ❌ (এটা উদ্যোগের সাথে সম্পর্কিত)
সর্বোত্তম বিপরীত অর্থের জন্য apathy সবচেয়ে উপযুক্ত।
সঠিক উত্তর: apathy

0
Updated: 1 month ago