A
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
B
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
C
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
D
সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
উত্তরের বিবরণ
প্রবল জোয়ারের কারণ:
যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, তখন জোয়ার সবচেয়ে প্রবল হয়।
জোয়ার-ভাটা:
চন্দ্র ও সূর্যের আর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাত্মক শক্তির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানির এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়া কে ভাটা বলা হয়।
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, চন্দ্র ও সূর্যের মহাকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাত্মক শক্তির সম্মিলিত প্রভাবে জোয়ার-ভাটা ঘটে। জোয়ার-ভাটার কারণ মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১। মহাকর্ষণ শক্তির প্রভাব
২। কেন্দ্রাত্মক শক্তির প্রভাব
যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে, তখন উভয়ের আকর্ষণ শক্তির সম্মিলিত প্রভাবে জোয়ার প্রবল হয়। বিশেষ করে অমাবস্যার সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করে, ফলে তাদের আকর্ষণ শক্তি একত্রিত হয়ে আরও বেশি জোয়ার সৃষ্টি করে। যদিও সূর্যের আকর্ষণ চন্দ্রের চেয়ে কম, তবুও এই মিলিত আকর্ষণ শক্তি প্রবল জোয়ারের কারণ হয়।
উৎস:
ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago