A
Bore
B
Charm
C
Scorn
D
Defiant
উত্তরের বিবরণ
Correct Answer: Bore
Enthrall (verb transitive)
English Meaning:
If something enthralls you, it is so interesting, beautiful, etc., that it captures all your attention.
Bangla Meaning:
(১) বিমুগ্ধ করা।
(২) ক্রীতদাসে পরিণত করা (রূপক অর্থে)।
Synonyms: Captivate (মোহাবিষ্ট করা), Fascinate (চিত্তাকর্ষক), Attract (আকর্ষণ করা), Charm (মোহনীয় করা), Enchant (জাদুকরী করা)।
Antonyms: Bore (বিষণ্ন করা), Disturb (হতাশ করা), Tire (ক্লান্তিকর), Upset (বিরক্ত), Exhaust (শ্রান্তিকর)।
Other Forms:
-
Enthrallment (noun)
-
Enthralling (adjective)
-
Enthrallingly (adverb)
Other Options:
-
Scorn → অবজ্ঞা করা; ঘৃণা করা।
-
Defiant → বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী।
Example Sentences:
-
The story never fails to enthrall.
Bangla Meaning: গল্পটি কখনও বিমুগ্ধ করা থেকে ব্যর্থ হয় না। -
It was an enthralling story that kept me awake all night.
Bangla Meaning: এটি ছিল এমন একটি মোহনীয় গল্প যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
A fantasy is-
Created: 3 months ago
A
An imaginary story
B
A funny film
C
A history
D
A real life event
• Fantasy হলো একটি কল্পিত বা অলীক কাহিনি।
• Fantasy (noun)
ইংরেজি অর্থ: অসম্ভব বা অপ্রত্যাশিত কিছু কল্পনা করার ক্ষমতা বা তা করার কার্যকলাপ।
বাংলা অর্থ: অলীক বা বাঁধনহারা কল্পনা।
সমার্থক শব্দ: imagination, creativity, fancy, invention, originality, vision
উদাহরণ বাক্য: তাঁর গবেষণা এখন কল্পনার জগতে প্রবেশ করেছে।
তথ্যসূত্র: অক্সফোর্ড অভিধান, বাংলা একাডেমি অভিধান

0
Updated: 3 months ago
Which of the following is not an antonym of "Harbinger"?
Created: 1 week ago
A
End
B
Forerunner
C
Finish
D
Illuminate
Correct Answer: Forerunner
Harbinger (noun)
English Meaning:
A sign that indicates something is going to happen soon, often something unpleasant.
Bangla Meaning:
অগ্রদূত।
Synonyms: Omen (লক্ষণ), Sign (আলামত/চিহ্ন), Precursor (পূর্বাভাস), Signal (প্রতীক), Forerunner (অগ্রদূত)।
Antonyms: Postdate (পরবর্তী সময়), Result (ফলাফল), Illuminate (আলোকিত করা/সন্দেহের অবসান), End (শেষ), Finish (সমাপ্তি)।
Other Forms:
-
Harbinger (verb): Foreshadow or presage (আগাম ইঙ্গিত দেওয়া)।
Example Sentences:
-
The cuckoo is a harbinger of spring.
Bangla Meaning: কোকিল বসন্তের অগ্রদূত। -
It was not a harbinger; it was a clear symptom of the move from a bipolar to a unipolar world.
Bangla Meaning: এটি অগ্রদূত ছিল না; বরং দ্বি-মেরু থেকে এক-মেরু বিশ্বে পরিবর্তনের স্পষ্ট লক্ষণ ছিল।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
What is the antonym of 'famous'?
Created: 3 months ago
A
opaque
B
illiterate
C
obscure
D
immature
Famous (বিশেষণ):
-
ইংরেজি অর্থ: বিস্তৃতভাবে পরিচিত বা খ্যাত।
-
বাংলা অর্থ: বিখ্যাত; সুবিদিত।
সমার্থক শব্দ:
Famed, Celebrated, Prominent, Renowned ইত্যাদি।
বিপরীত অর্থের শব্দ:
Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant ইত্যাদি।
উল্লেখিত শব্দগুলোর অর্থ:
-
Opaque: আলোকরোধক; অনচ্ছ; ঝাপসা বা অস্পষ্ট।
-
Illiterate: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; অশিক্ষিত।
-
Obscure: (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট; (২) সুপরিচিত নয় এমন বা অখ্যাত।
-
Immature: অপরিপক্ব; অপক্ব; অসম্পূর্ণ বিকাশপ্রাপ্ত।
অর্থাৎ,
Famous শব্দের বিপরীত অর্থের শব্দ হলো Obscure।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমির এক্সেসিবল ডিকশনারি
২. Merriam-Webster Dictionary

0
Updated: 3 months ago