"A man of parts" describes someone who is:
A
A strict leader
B
A puzzle solver
C
Physically strong
D
Skilled in many areas
উত্তরের বিবরণ
Correct Answer: Skilled in many areas
A man of many parts / A man of parts (idiom)
English Meaning:
A man with great ability in many different areas.
Bangla Meaning:
অত্যন্ত দক্ষ / মেধাবী।
Other Options:
ক) A strict leader → এটি বোঝায় “disciplinarian” বা “taskmaster”।
খ) A puzzle solver → এটি একজন বিশ্লেষণধর্মী বা যৌক্তিক চিন্তাশীল মানুষকে বোঝায়, তবে অর্থ খুব সীমিত।
গ) Physically strong → এটি “a man of muscle”-এর জন্য প্রযোজ্য, “a man of parts”-এর জন্য নয়।
Example Sentence:
-
Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ ব্যক্তি।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a/an-
Created: 3 weeks ago
A
participle
B
gerund
C
infinitive
D
verbal noun
'Walking is beneficial to a healthy life.' এই বাক্যে "walking" হলো একটি Gerund, কারণ এটি বাক্যের subject হিসেবে ব্যবহার হয়েছে এবং noun-এর মতো কাজ করছে, যদিও এর মূল শব্দটি একটি verb। Gerund হলো এমন একটি verb form যা noun-এর কাজও করতে পারে, অর্থাৎ এটি verb এবং noun-এর সমন্বয়।
-
Gerund:
-
Verb-এর সাথে -ing যুক্ত হলে এবং noun-এর মতো ব্যবহার হলে তাকে Gerund বলা হয়।
-
এটি একটি double part of speech, যা একই সঙ্গে noun এবং verb-এর বৈশিষ্ট্য ধারণ করে।
-
-
Gerund ব্যবহৃত হয়:
-
Subject বা object হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Verb-এর complement হিসেবে
-
Compound noun হিসেবে
-
-
Other options:
-
Participle: সাধারণত verb-এর -ing আকার যা adjective-এর কাজ করে।
-
উদাহরণ: The walking man is my father. → এখানে "walking" মানে "যে হাঁটছে", এটি adjective-এর কাজ করছে।
-
-
Infinitive: verb-এর to + base form (যেমন to walk), যা এখানে প্রযোজ্য নয় কারণ "walking" infinitive নয়।
-
Verbal Noun: verb + -ing এর পূর্বে the এবং পরে of থাকলে এটি Verbal Noun।
-
উদাহরণ: The writing of a good letter is very different. → এখানে writing Verbal Noun, কারণ এর পূর্বে "the" এবং পরে "of" আছে।
-
-
এইভাবে, প্রদত্ত বাক্যে "walking" subject হওয়ায় এবং noun-এর মতো ব্যবহার হওয়ায় এটি স্পষ্টভাবে Gerund।

0
Updated: 2 weeks ago
Who created the character 'Tom Jones'?
Created: 2 weeks ago
A
Daniel Defoe
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jonathan Swift
Tom Jones হলো Henry Fielding রচিত comic novel, সম্পূর্ণ নাম The History of Tom Jones, a Foundling। এটি ১৭৪৯ সালে প্রকাশিত হয় এবং মূলত একটি রোম্যান্টিক প্লটের ওপর ভিত্তি করে লেখা। উপন্যাসটি Picaresque Novel-এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত। নায়ক Tom Jones তার বাবা-মায়ের পরিত্যাগে বড় হন এবং অন্যের আশ্রয়ে বেড়ে ওঠেন। নায়িকা Sophia-এর জন্য নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে শেষপর্যন্ত নায়ক ও নায়িকার মিলন ঘটে।
-
লেখক: Henry Fielding
-
প্রকাশকাল: ১৭৪৯
-
ধরণ: Comic Novel, Picaresque Novel
-
প্রসঙ্গ: নায়ক ও নায়িকার প্রেম, সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা
Henry Fielding সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি Samuel Richardson-এর সাথে মিলিয়ে 'Father of Modern English Novel' হিসেবে পরিচিত
-
বিশেষভাবে Picaresque Novel-এর জন্য বিখ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
Henry Fielding-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews

0
Updated: 2 weeks ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 2 months ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 2 months ago