Which of the following is a synonym for "ostentation"?
A
Brag
B
Crude
C
Modesty
D
Fecund
উত্তরের বিবরণ
Correct Answer: Brag
Ostentation (noun)
English Meaning:
An exaggerated display of wealth, knowledge, or skill intended to impress others.
Bangla Meaning:
প্রশংসা লাভ বা ঈর্ষা উদ্রেক করার উদ্দেশ্যে (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদি) প্রদর্শন।
Synonyms: Display (প্রদর্শনেচ্ছা), Boast (লোক দেখানো), Brag (বড়াই), Fuss (হড়বড়ি), Bluster (তর্জন-গর্জন)।
Antonyms: Modesty (নম্রতা), Simplicity (সরলতা), Concealment (ঢেকে রাখা), Humbleness (বিনয়), Dullness (নিস্তেজতা)।
Other Forms:
-
Ostentate (verb)
Other Options:
-
Crude → অশোধিত; অপরিবর্তিত।
-
Fecund → উর্বর; প্রচুর উৎপাদনশীল।
Example Sentences:
-
The house was spacious but without any trace of ostentation.
Bangla Meaning: বাড়িটি ছিল প্রশস্ত কিন্তু কোনো প্রকার প্রদর্শন ছিল না। -
She is a charming host without any touch of stiffness or ostentation.
Bangla Meaning: তিনি একজন মনোমুগ্ধকর আতিথেয়, যেখানে কোনো রকম কঠোরতা বা প্রদর্শনের ছাপ নেই।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "fervid"?
Created: 1 month ago
A
Cold
B
Ardent
C
Steady
D
Obscure
Word: Fervid (adjective)
-
English Meaning: Feeling something too strongly; showing feelings that are too strong.
-
Bangla Meaning: উদ্দীপ্ত; ঐকান্তিক (যেমন: a fervid orator – উদ্দীপ্ত বক্তা)
Synonyms:
-
Ardent (প্রবল, আকুল)
-
Impassioned (প্রবল আবেগপ্রবণ)
-
Vehement (ব্যগ্রভাবে)
-
Fervent (উগ্র)
-
Intense (তীব্র)
Antonyms:
-
Dispassionate (নিরাসক্ত)
-
Half-Hearted (শিথিল উদ্যম)
-
Emotionless (আবেগহীন)
-
Passionless (অনুভূতিহীন)
-
Cold (ঠান্ডা)
Other Forms:
-
Fervidly (adverb)
Other Options:
-
Steady – দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
-
Obscure – অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট
Example Sentences:
-
Imagine a country with no McDonald's, Burger King, Wendy's or any other fervid fryers of French fries.
-
Margaret Mary again mentions the fervid fire that felt like it would consume her.
Correct Answer: Ardent
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The synonym of 'suffrage' is:
Created: 3 weeks ago
A
Homily
B
Cognizant
C
Exclusion
D
Ballot
Suffrage হলো ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে ভোটাধিকার। এটি সাধারণত রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণের অধিকার বোঝায়।
-
Suffrage (noun)
-
English Meaning: the right to vote in political elections
-
Bangla Meaning:
-
[countable noun] (আনুষ্ঠানিক) ভোট; নির্বাচন
-
[uncountable noun] ভোটাধিকার; বরণাধিকার: In many countries, women had to agitate for their suffrage
-
-
Synonyms: Ballot (ব্যালট), Franchise, Vote (ভোট দেওয়ার অধিকার), Dealership, Consensus (ঐক্যমত)
-
Antonyms: Disagreement (মতানৈক্য), Exclusion (বর্জন), Alienation (অধিকার বঞ্চিত করা), Isolation (আলাদাকরণ), Exclusion (বর্জন, বহিষ্কার)
-
Other Forms: suffragette [সাফ্রাজেট্] (noun) – ব্রিটেনে বিশ শতকের গোড়ার দিকে নারীর ভোটাধিকারের জন্য আন্দোলনকারী মহিলা
-
Example Sentences:
-
There has never been a time since universal suffrage when establishment politics has been so cut off
-
-
-
Other options for comparison:
-
Homily (noun)
-
English Meaning: A speech or piece of writing giving advice on the correct way to behave, etc.
-
Bangla Meaning: ধর্মকথা; ধর্মব্যাখ্যান; ওয়াজ; হিতোপদেশমূলক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা
-
-
Cognizant (adjective)
-
English Meaning: having knowledge or understanding of something
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
-

0
Updated: 3 weeks ago
Which word is a synonym for "disparate"?
Created: 1 week ago
A
Similar
B
Alike
C
Diverse
D
Uniform
Correct Answer: Diverse
Disparate:
-
Bangla Meaning: অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।
-
English Meaning: Markedly distinct in quality or character; things that are essentially different from each other.
-
Example: The two cultures were so disparate that communication was difficult.
গ) Diverse:
-
Bangla Meaning: নানা রকম; বিভিন্ন রকম; একাধিক।
-
English Meaning: Differing from one another; showing a great deal of variety.
-
Explanation: “Diverse” শব্দটি “Disparate”-এর অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ, কারণ উভয়েই বিভিন্নতা বা পার্থক্য প্রকাশ করে। তবে “diverse” তুলনামূলকভাবে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, যেখানে “disparate” অধিকতর ভিন্নতা বা অসামঞ্জস্য বোঝায়।
-
Example Sentence: Students from diverse backgrounds attend the university.
Other Options:
-
ক) Similar:
-
Bangla Meaning: মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।
-
English Meaning: Having characteristics in common; resembling each other.
-
Example: The twins are very similar in appearance.
-
-
খ) Alike:
-
Bangla Meaning: (আকৃতি বা প্রকৃতিতে) একই রকম; সদৃশ।
-
English Meaning: In the same manner, form, or degree; equally.
-
Example: The two brothers think alike.
-
-
ঘ) Uniform:
-
Bangla Meaning: একই; সমান; একরূপ; সমরূপ।
-
English Meaning: Always the same in form, manner, or degree; not varying or changeable.
-
Example: The soldiers marched in uniform rows.
-
সুতরাং “Disparate” শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বা সমার্থক শব্দ হলো “Diverse”, কারণ এটি বিভিন্নতা বা পার্থক্য প্রকাশ করে, যা মূল শব্দের ভাবার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

0
Updated: 1 week ago