What does the idiom “a far cry from” imply?
A
Very close to something
B
A repeated mistake
C
Very different from something
D
Very similar to something
উত্তরের বিবরণ
Correct Answer: Very different from something
Be a far cry from / far cry (idiom)
English Meaning:
-
Something notably different.
-
A long distance.
Bangla Meaning:
(১) উল্লেখযোগ্য পার্থক্য।
(২) বিশাল ব্যবধান বা ভিন্নতা।
Other Options:
ক) Very close to something → বিপরীত অর্থ।
খ) A repeated mistake → এর সাথে কোনো সম্পর্ক নেই।
গ) Very similar to something → “A far cry from” মানে ভিন্ন, অনুরূপ নয়।
Example Sentence:
-
This flat is a far cry from the house they had before.
Bangla Meaning: এই ফ্ল্যাটটি তাদের আগের বাড়ির তুলনায় অনেক আলাদা।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
The phrase 'Achilles heel' means–
Created: 2 weeks ago
A
a strong point
B
a strong solution
C
a weak point
D
a permanent solution
Achilles heel হলো এমন একটি শব্দ যা কোন ব্যক্তির বা বিষয়বস্তুর দুর্বল বা ঝুঁকিপূর্ণ দিক বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সেই জায়গাকে বোঝায় যা বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভিতরে দুর্বলতা লুকিয়ে আছে।
-
English Meaning: a weakness or vulnerable point / a weak point
-
Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান
-
Example Sentence: Maths has always been my Achilles heel.
-
বাংলা অর্থ: গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।

0
Updated: 2 weeks ago
Identify the correct use of "run counter to."
Created: 1 month ago
A
His theory ran counter to the common beliefs of that era.
B
They ran counter to the river.
C
The moonlight ran counter to the stars in the sky.
D
The horse ran counter to the stable.
The correct answer is - ক) His theory ran counter to the common beliefs of that era.
Idiom/Phrase: Run counter to
-
English Meaning: To be opposed to; to disagree with
-
Bangla Meaning: বিরুদ্ধ হওয়া; কারো সাথে মতের অমিল হওয়া
Example Sentence:
-
His theory ran counter to the beliefs of his time.
-
Bangla Meaning: তার তত্ত্ব তার সময়ের বিশ্বাসের বিরুদ্ধে ছিলো।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
What is the meaning of idiom "Bag and baggage"?
Created: 1 week ago
A
Leaving nothing behind
B
Heavy things
C
Own property
D
Valuable goods
Bag and baggage একটি প্রচলিত ইংরেজি বাগ্ধারা (Idiom), যা এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যখন কেউ সবকিছু সাথে নিয়ে কোথাও থেকে চলে যায়, অর্থাৎ কিছুই ফেলে রেখে যায় না। এটি সম্পূর্ণ প্রস্থান বা চূড়ান্ত ত্যাগের ধারণা প্রকাশ করে।
ইংরেজি অর্থ: With all possessions; completely.
বাংলা অর্থ: তল্পিতল্পাসহ; সবকিছু সাথে নিয়ে।
উদাহরণ বাক্য:
-
He left the place bag and baggage.
বাংলা অর্থ: সে তল্পিতল্পাসহ স্থানটি ছেড়ে চলে গেল।
উল্লিখিত অপশনগুলোর অর্থ:
-
Leaving nothing behind: পিছনে কিছুই না রেখে যাওয়া।
-
Heavy things: ভারী জিনিসপত্র।
-
Own property: নিজস্ব সম্পত্তি।
-
Valuable goods: দামী জিনিসপত্র।
অপশন বিশ্লেষণ:
‘Bag and baggage’ বাগ্ধারাটি ‘সবকিছু সাথে নিয়ে চলে যাওয়া’ বা ‘পিছনে কিছুই না রেখে চলে যাওয়া’—এই অর্থে ব্যবহৃত হয়। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Leaving nothing behind’-ই এর অর্থের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর হলো: ‘Bag and baggage’ idiom-এর অর্থ – Leaving nothing behind.

0
Updated: 1 week ago