A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
উত্তরের বিবরণ
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
Which author caused controversy with the novel The Satanic Verses?
Created: 4 weeks ago
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality, compromise, and conformity.

0
Updated: 4 weeks ago
"A man of letters" refers to:
Created: 1 week ago
A
A postman
B
A secret agent
C
A scholar or writer
D
A person who loves alphabets
Idiom: A man of letters
-
English Meaning: A male scholar or author; a man, usually a writer, who knows a lot about literature.
-
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক
Other Options:
-
ক) A postman – চিঠি বিতরণকারী, সাহিত্য বা শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই
-
খ) A secret agent – কোনো সম্পর্ক নেই
-
ঘ) A person who loves alphabets – বিভ্রান্তিকর, আসল অর্থ নয়
Example Sentence:
-
Dr. Shahidullah was a man of letters.
-
ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।
-
Correct Answer: A scholar or writer
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
The word 'Impeach' implies-
Created: 1 week ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago