"A bolt from the blue" refers to:
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
উত্তরের বিবরণ
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
What is the synonym of 'Utilize'?
Created: 1 month ago
A
Evasive
B
Employ
C
Misapply
D
Plight
Synonym of ‘Utilize’
• Answer:
-
খ) Employ
• Utilize (Verb)
-
English Meaning: To use something in an effective way; make practical and effective use of.
-
Bangla Meaning: কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া
• Given Options:
-
ক) Evasive (Adjective): এড়িয়ে যেতে সচেষ্ট
-
খ) Employ (Verb): কাজে লাগানো; সদ্ব্যবহার করা; নিয়োগ করা
-
গ) Misapply (Verb): অপপ্রয়োগ/অপব্যবহার করা
-
ঘ) Plight: গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা; বাগদত্ত বা বাগদত্তা হওয়া
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Who is the poet of the collection of poems, "Silex Scintillans"?
Created: 1 month ago
A
Henry Vaughan
B
Ben Jonson
C
John Donne
D
Andrew Marvell
Henry Vaughan and Silex Scintillans
১. Poet
-
Henry Vaughan (1622–1695)
-
Anglo-Welsh poet and mystic
-
একজন গুরুত্বপূর্ণ Metaphysical poet, যিনি ধর্ম, আধ্যাত্মিকতা ও প্রকৃতির ওপর গভীর কবিতা রচনা করেছেন।
২. Silex Scintillans
-
পূর্ণরূপ: Sparks from the Flint
-
একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাব্যগ্রন্থ।
-
প্রথম প্রকাশ: 1650
-
পরবর্তী বিস্তৃত সংস্করণ: 1655
-
মূল বিষয়বস্তু:
-
ধর্মীয় অনুভব
-
আত্মার পবিত্রতা
-
ঈশ্বরের প্রতি নিবেদন
-
৩. Other Notable Poems by Henry Vaughan
-
The World
-
The Retreat
-
They Are All Gone into the World of Light
-
Man
-
The Night

0
Updated: 1 month ago
"Rubiyat of Khayyam" is attributed to
Created: 5 days ago
A
Edward FitzGerald
B
Scott Fitzgerald
C
Thomas Fitzgerald
D
William Fitzgerald
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক অনন্য কাব্যগ্রন্থ, যা মূলত Edward Fitzgerald-এর রচনা। যদিও এটি পারস্যের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও কবি ওমর খৈয়ামের রুবাই (quatrains) থেকে অনুপ্রাণিত,
এটি সরাসরি অনুবাদ নয়; বরং Fitzgerald মূল ধারণা ও ভাবনাগুলোকে ভিত্তি করে একটি মৌলিক ইংরেজি রূপ দিয়েছেন। এর কাব্যিক ভাষা, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর ভাবনা একে ক্লাসিক মর্যাদায় উন্নীত করেছে।
রচনাটি Edward Fitzgerald কর্তৃক রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
-
এটি ওমর খৈয়ামের রুবাই থেকে প্রেরণা নিয়ে লেখা, তবে পুরোপুরি অনুবাদ নয়; একটি সৃষ্টিশীল adaptation বলা যায়।
-
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের অন্যতম সর্বাধিক উদ্ধৃত lyric poem।
-
এর অনেক বাক্যাংশ ইংরেজি ভাষায় প্রবাদ বা common usage হিসেবে ব্যবহৃত হয়।
-
বইটির ইংরেজি সংস্করণের সঙ্গে যুক্ত রয়েছে “the Astronomer-Poet of Persia” বাক্যটি, যা ওমর খৈয়ামকে নির্দেশ করে।
-
Fitzgerald ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক ছিলেন এবং Trinity College, Cambridge-এ শিক্ষালাভ করেন, যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন William Makepeace Thackeray।
এইসব বৈশিষ্ট্যের কারণে The Rubaiyat of Omar Khayyam কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং পূর্ব ও পশ্চিমের ভাবধারার এক অসাধারণ মেলবন্ধন হিসেবে বিবেচিত।

0
Updated: 5 days ago