A
একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
B
একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
C
ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
D
একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
উত্তরের বিবরণ
১. নিউক্লিয়ার বিভাজন (ফিশন):
ভারী পরমাণুর নিউক্লিয়াসে শক্তিশালী কণিকা আঘাত করলে সেটি প্রায় সমান দুই অংশে বিভক্ত হয়। এই বিভাজনের ফলে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়। এই প্রক্রিয়াটিকে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলা হয়।
২. নিউক্লিয়ার সংযোজন (ফিউশন):
একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং এতে প্রচুর শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়াটিকে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বলা হয়।
জার্মান বিজ্ঞানী বেথের মতে, সূর্যের রশ্মিতে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুগুলো হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হচ্ছে এবং এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হচ্ছে। প্রকৃতি এই শক্তিকে কাজে লাগায় এবং সূর্যে এই বিক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটছে।
উৎস:
১. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
২. রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 months ago