A
রাখালী
B
সোজন বাদিয়ার ঘাট
C
নক্সী কাঁথার মাঠ
D
বোবা কাহিনী
উত্তরের বিবরণ
‘নক্সী কাঁথার মাঠ’
-
‘নক্সীকাঁথার মাঠ’ (১৯২৯) জসীম উদ্দীন রচিত কাহিনি কাব্য বা গাথা কাব্য।
-
গ্রন্থের প্রথম অংশে বর্ণিত: চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন।
-
দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে তাদের বিচ্ছেদ।
-
জসীম উদ্দীন পূর্ববঙ্গ গীতিকায় বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অবলম্বন করেছেন।
-
কাব্যের উপকরণ: গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা।
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এটি একটি বিশেষ স্বাতন্ত্র্যপূর্ণ রচনা।
জসীম উদ্দীনের অন্যান্য বিখ্যাত গাথা কাব্য
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মা যে জননী কান্দে
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
রাখালী
B
সোজন বাদিয়ার ঘাট
C
নক্শী কাঁথার মাঠ
D
বালুচর
রাখালী কাব্যগ্রন্থ ও কবি জসীমউদ্দীন
বাংলা সাহিত্যের পল্লিকবি হিসেবে পরিচিত জসীমউদ্দীনের সাহিত্যিক যাত্রা শুরু হয় তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রাখালী’ দিয়ে।
১৯২৭ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে তাঁর সর্বাধিক পরিচিত কবিতা ‘কবর’ অন্যতম। কলেজে অধ্যয়নকালেই রচিত এই কবিতাটি তাঁকে সাহিত্যে ব্যাপক পরিচিতি এনে দেয়।
জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে। তাঁর পৈতৃক ঠিকানা একই জেলার গোবিন্দপুর গ্রামে অবস্থিত। কর্মজীবনে তিনি প্রথমে গ্রামীণ জীবনের সাহিত্য সংগ্রাহক হিসেবে কাজ শুরু করেন।
বাংলার মাটি ও মানুষের প্রাণস্পর্শী চিত্র ফুটিয়ে তোলা এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— বালুচর, রূপবতী, রাখালী, নক্সী কাঁথার মাঠ, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না এবং মা যে জননী কান্দে।
তাঁর লেখনীতে গ্রামীণ বাংলার চিরন্তন রূপ, মানুষের আবেগ, সুখ-দুঃখ ও জীবনের বাস্তবতা নিপুণভাবে উঠে এসেছে, যা বাংলা সাহিত্যের ভান্ডারকে করেছে সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
Created: 5 days ago
A
শৈবধর্ম
B
বৌদ্ধ সহজযান
C
নাথধর্ম
D
কোনোটি নয়
ষোল শতকে কবি শেখ ফয়জুল্লাহ “গোরক্ষ-বিজয়” নামে প্রথম কাব্য রচনা করেছিলেন। এই কাব্যে নাথগুরুর মাহাত্ম্য এবং নাথধর্মের মহত্ত্ব তুলে ধরা হয়েছে।
গোরক্ষবিজয় কাব্যগ্রন্থ:
নাথ সাহিত্যধারার মধ্যে “গোরক্ষবিজয়” অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনি। বাংলা ভাষায় এটি সম্পর্কিত প্রায় ১৭টি পুথি সংগৃহীত হয়েছে। এই পুথি সংগ্রাহকরা হলেন:
-
নলিনীকান্ত ভট্টশালী – ১টি পুথি
-
আবদুল করিম সাহিত্যবিশারদ – ৮টি পুথি
-
আলি আহমদ – ৭টি পুথি
-
পঞ্চানন মন্ডল – ১টি পুথি
অনেকগুলো পুথি বর্তমানে খণ্ডিত অবস্থায় আছে। পুথি অনুসারে সম্পাদিত গ্রন্থের সংখ্যা তিনটি। এর মধ্যে:
-
নলিনীকান্ত ভট্টশালী সম্পাদিত – মীনচেতন
-
আবদুল করিম সাহিত্যবিশারদ সম্পাদিত – গোরক্ষবিজয়
-
পঞ্চানন মন্ডল সম্পাদিত – গোর্খবিজয়
রচনাকাল ও কবি:
গোরক্ষবিজয় কাব্যের লিখিত সময় নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। ছাড়া, ভণিতায় কবীন্দ্র, ভীমসেন ও শ্যামদাস নামও পাওয়া যায়। তবে নামের সংখ্যাধিক্য অনুযায়ী শেখ ফয়জুল্লাহকে মূল কবি মনে করা হয়; বাকিরা মূলত গায়কের ভূমিকা পালন করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 5 days ago
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Created: 3 months ago
A
বিষবৃক্ষ
B
গণদেবতা
C
আরণ্যক
D
ঘরে বাইরে
‘ঘরে-বাইরে’ উপন্যাস:
‘ঘরে-বাইরে’ (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিতভাষায় লেখা উপন্যাস। এটি ১৯১৫ সালে ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা করা হয়েছে। এছাড়া সমাজ ও প্রথার দ্বারা নির্ধারিত নারী-পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ ও বিকর্ষণের বিশ্লেষণও এতে ফুটে উঠেছে।
কাহিনির নায়িকা বিমলা স্বামী নিখিলেশের প্রতি ভালোবেসেও অন্য পুরুষ বিপ্লবী সন্দীপের প্রতি গভীর আকৃষ্ট। একদিকে রয়েছে দেশের রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে তিনটি মানুষের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব ও টানাপোড়েন। এই দুই মিলিয়ে উপন্যাসটি গঠিত।
‘ঘরে-বাইরে’ উপন্যাসের ভাবনায় পাশ্চাত্যের ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাদৃশ্য লক্ষ্য করা যায়। স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমার্ক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপের প্রতিরূপ। তবে স্টিভেনসনের গল্পের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও সমাপ্তি মিলনাত্মক হলেও রবীন্দ্রনাথের উপন্যাসটি গুরুতর ও ট্র্যাজিক উপসংহারে শেষ হয়েছে যা অধিক শিল্পসম্মত।
উল্লেখযোগ্য চরিত্র:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
বিষবৃক্ষ (১৮৭৩)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস। এতে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ ও রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধের বিষয়গুলো ফুটে উঠেছে। -
গণদেবতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস। -
আরণ্যক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। এটি ভাগলপুরের বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে রচিত। প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে:
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে; মাত্র পনের বছর বয়সে তার ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন, যা তাকে এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম করে তোলে।
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিছু উল্লেখযোগ্য উপন্যাস:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 3 months ago