'ভিমসিংহ' মাইকেল মধুসূদন দত্তের কোন সাহিত্যকর্মের চরিত্র?
A
পদ্মাবতী
B
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
উত্তরের বিবরণ
‘কৃষ্ণকুমারী’ নাটক
-
‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) নাটকের কাহিনি সংগৃহীত হয়েছে উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে।
-
নাটকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস।
-
যদিও প্রকাশিত হয় ১৮৬১ সালে, রচনা করা হয়েছিল ১৮৬০ সালে।
-
রচনার প্রায় সাত বছর পর, ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে ‘শোভাবাজার থিয়েটার’ এ নাটকটি প্রথম অভিনীত হয়।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রভাব দেখা যায়?
Created: 1 month ago
A
ঘরে-বাইরে
B
চার অধ্যায়
C
গোরা
D
চতুরঙ্গ
'ঘরে বাইরে' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস
-
প্রকাশ মাধ্যম: সবুজপত্র (১৯১৫)
-
বিশেষত্ব: রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস; রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে
-
বিষয়বস্তু: স্বদেশি আন্দোলনের পটভূমিতে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
চতুরঙ্গ
-
ঘরে বাইরে
-
চার অধ্যায়
-
মালঞ্চ
উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
১৮৬১ সালে
B
১৮৬২ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৫ সালে
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাস এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত।
-
উপন্যাসের প্রকাশকাল ও অর্থ: ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত; ‘দুর্গেশনন্দিনী’ শব্দের অর্থ প্রধানের কন্যা।
-
কেন্দ্রীয় চরিত্র: তিলোত্তমা।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ও সাহিত্যিক অবদান:
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
বাংলা উপন্যাসের জনক হিসেবে পরিচিত; ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
প্রথম উপন্যাস: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে লেখা)।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘ললিতা তথা মানস’ (১৮৫৬)।
-
উল্লেখযোগ্য ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
অন্যান্য রচিত উপন্যাস:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 1 week ago
'আলাল’ - কোন পালার চরিত্র?
Created: 2 weeks ago
A
মহুয়া
B
দেওয়ানা মদিনা
C
মলুয়া
D
দেওয়ান ভাবনা
‘দেওয়ানা মদিনা’ হলো একটি পালা, যা মনসুর বয়াতি রচনা করেছেন। এটি মূলত বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন নিয়ে রচিত। কাব্যটির কেন্দ্রীয় বিষয় হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনকাহিনি এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনি।
-
‘দেওয়ানা মদিনা’ পালার অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
প্রধান চরিত্রগুলো:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনার

0
Updated: 2 weeks ago