A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
নীল-দর্পন
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘সধবার একাদশী’ নাটক
-
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
-
প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
-
এটি একটি বিখ্যাত সামাজিক নাটক।
-
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
-
নাটকটি মূলত এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে রচিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন।
দীনবন্ধু মিত্রের অন্যান্য উল্লেখযোগ্য নাটক
-
নীল দর্পন
-
নবীন তপস্বিন
-
লীলাবত
-
কমলে কামিনী
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
Created: 1 week ago
A
গণদেবতা
B
পদ্মানদীর মাঝি
C
সীতারাম
D
পথের পাঁচালী
বাংলা উপন্যাসে গ্রামীণ ও পারিবারিক জীবনের চিত্র
১. ‘সীতারাম’ উপন্যাস (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
-
এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস।
-
উপন্যাসে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রধানভাবে উঠে এসেছে, গ্রামীণ সমাজের জীবন চিত্র এখানে প্রাধান্য পায়নি।
-
লেখক স্বীকার করেছেন, যদিও সীতারাম একটি ঐতিহাসিক ব্যক্তি, উপন্যাসের সীতারাম অনৈতিহাসিক। কারণ, তাঁর মূল উদ্দেশ্য গল্পের মধ্যে পারিবারিক ও নৈতিক পাঠ প্রেরণ করা।
২. ‘পথের পাঁচালী’ উপন্যাস (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
-
১৯২৯ সালে প্রকাশিত, প্রথমে ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের পটভূমি: বাংলাদেশের গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন।
-
কেন্দ্রীয় চরিত্র: বালক অপু।
-
মূল বিষয়: একটি শিশুর চৈতন্য ও মানুষের সঙ্গে প্রকৃতির পরিচয়।
-
উপন্যাসের তিনটি ভাগ: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, এবং অক্রূর সংবাদ।
৩. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস (মানিক বন্দ্যোপাধ্যায়)
-
১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের কেন্দ্র: পদ্মা নদীর তীরবর্তী ধীবর-জীবন, যেখানে গ্রামীণ সমাজের জীবন ও সম্পর্কের ছবি ফুটে উঠেছে।
-
গুরুত্বপূর্ণ চরিত্র: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া।
-
বিখ্যাত সংলাপ: “আমারে নিবা মাঝি লগে?” (কপিলা কুবেরকে উদ্দেশ্য করে)।
-
আন্তর্জাতিক স্বীকৃতি: ইংরেজি, রাশিয়ান, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ ভাষায় অনূদিত।
৪. ‘গণদেবতা’ উপন্যাস
-
গ্রামীণ জীবনের বাস্তব চিত্র উপন্যাসের মূল।
-
গ্রামীণ সমাজে মানুষের জীবনযাত্রা: পুরনো ধান-ধারণা, রীতিনীতি, বিশ্বাস ও সংস্কার অনুসরণ।
-
গ্রামীণ জনসংখ্যার চরিত্র: চাষী ও গৃহস্থ।
-
আধুনিক পরিবর্তনের ফলে ধনীরা ও মহাজনের শোষণ গ্রামীণ জীবনে বিপর্যয় আনে—এটাই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘গণদেবতা’ উপন্যাস, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
শহীদুল জহির
B
হাসান হাফিজুর রহমান
C
শওকত ওসমান
D
হাসান আজিজুল হক
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
এই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা শহীদুল জহির।
শহীদুল জহির
-
জন্ম: ১৯৫৩ সাল, ঢাকা।
-
প্রকৃত নাম: মো. শহীদুল হক।
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পারাপার
-
ডুমুরখেকো
-
মানুষ ও অন্যান্য গল্প
-
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প
তাঁর রচিত উপন্যাস
-
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
সে রাতে পূর্ণিমা ছিল
-
মুখের দিকে চেয়ে দেখি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
Created: 2 days ago
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 days ago