'নিমচাঁদ এবং কেনারাম' কোন নাটকের চরিত্র?
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
নীল-দর্পন
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘সধবার একাদশী’ নাটক
-
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
-
প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
-
এটি একটি বিখ্যাত সামাজিক নাটক।
-
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
-
নাটকটি মূলত এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে রচিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন।
দীনবন্ধু মিত্রের অন্যান্য উল্লেখযোগ্য নাটক
-
নীল দর্পন
-
নবীন তপস্বিন
-
লীলাবত
-
কমলে কামিনী
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Created: 3 months ago
A
পথের দাবী
B
নিষ্কৃতি
C
চরিত্রহীন
D
দত্তা
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস হলো 'পথের দাবী'।
• 'পথের দাবী' উপন্যাস:
- 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনির পটভূমি ব্রহ্মদেশ।
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-----------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- দত্তা,
- বিরাজ-বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- পল্লীসমাজ,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'হাতেম তায়ী' ফররুখ আহমেদ রচিত -
Created: 1 week ago
A
উপন্যাস
B
কাহিনী কাব্য
C
গীতি কাব্য
D
কাব্য নাটক
ফররুখ আহমেদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি এবং বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কাব্যিক রচয়িতা। তাঁর সাহিত্যকর্মে কাহিনী কাব্য, শিশুতোষ গ্রন্থ ও সনেট সংকলন সবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
-
জন্ম ও পরিচয়: ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ।
-
সৃজনশীলতা ও স্বীকৃতি:
-
‘সাত সাগরের মাঝি’ তাঁর প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
কাহিনী কাব্য 'হাতেম তায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম (কাব্য নাটক)
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন, ১৯৬৩)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী (কাহিনী কাব্য)
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
অন্যান্য রচনা:
-
পাখির বাসা (শিশুতোষ গ্রন্থ, ১৯৬৫)

0
Updated: 1 week ago
"সাঁঝের মায়া" কবিতাটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
বেগম রোকেয়া
B
নীলিমা ইব্রাহীম
C
সেলিনা হোসেন
D
বেগম সুফিয়া কামাল
‘সাঁঝের মায়া’ হলো সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ, যা ১৯৩৮ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বাংলা সাহিত্যে তাঁর সাহিত্যিক প্রতিভার সূচনা ও নারীকণ্ঠের এক অনন্য অভিব্যক্তি হিসেবে বিবেচিত। কাব্যগ্রন্থটির ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, এবং প্রকাশের পর রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্চ প্রশংসা করেছিলেন।
গ্রন্থটিতে মোট ২৮টি কবিতা সংকলিত রয়েছে, যেগুলোর প্রতিটিতে মানবিক অনুভূতি, প্রকৃতিপ্রেম, নারীর হৃদয়জগৎ ও সামাজিক চেতনা প্রতিফলিত হয়েছে।
সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
-
তিনি জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ২০ জুন, বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত মুসলিম পরিবারে।
-
তাঁর সাহিত্যজীবনের সূচনা হয় ১৯২৬ সালে, যখন তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশিত হয়।
-
সুফিয়া কামাল ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ ও সমাজসংস্কারক।
-
তিনি ১৯৪৭ সালে প্রকাশিত ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব ও সংগ্রামী জীবনের জন্য তাঁকে বলা হয় ‘জননী সাহসিকা’।
-
তিনি মৃত্যুবরণ করেন ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায়।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
সাঁঝের মায়া
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল
‘সাঁঝের মায়া’ গ্রন্থের মাধ্যমে সুফিয়া কামাল বাংলা কবিতায় এক নতুন দৃষ্টিভঙ্গি ও স্বর এনে দিয়েছিলেন—যেখানে মানবতা, নারীর অনুভব, প্রকৃতির মায়া ও সামাজিক চেতনার এক সুষম সংমিশ্রণ দেখা যায়।

0
Updated: 1 week ago