A
ক্ষুধিত পাষাণ
B
ডাকঘর
C
পোস্টমাস্টার
D
সমাপ্তি
উত্তরের বিবরণ
‘পোস্টমাস্টার’ ছোটগল্প
-
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রারম্ভিক ছোটগল্পগুলোর একটি।
-
গল্পে একটি স্বজনহারা নিঃসহায় গ্রাম্য বালিকা এর স্নেহালোলুপ হৃদয় ও আসন্ন স্নেহবিচ্যুতির আশঙ্কা গল্পের শেষাংশে প্রতিফলিত হয়েছে।
-
এই আবেগ পাঠকের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুরণিত হয়।
-
কেন্দ্রীয় চরিত্র: রতন।
অন্য ছোটগল্পের উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
সমাপ্তি → মৃন্ময়ী
-
শাস্তি → চন্দরা
-
ক্ষুধিত পাষাণ → মেহের আলি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'বদিউল আলম' চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্গত?
Created: 1 week ago
A
অনীল বাগচীর
B
শ্যামল ছায়া
C
আগুনের পরশমণি
D
শ্যামল ছায়া
‘আগুনের পরশমণি’ উপন্যাস
-
উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চিত্র অঙ্কিত হয়েছে।
-
এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
-
উপন্যাসের কাহিনি শুরু হয় যখন অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে মতিন সাহেব নামে একজন ভদ্রলোক আশ্রয় দেন।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য উপন্যাস
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
Created: 1 month ago
A
নাটক
B
কাব্য
C
আত্মজৈবনিক উপন্যাস
D
গীতি কবিতার সংকলন
উদাসীন পথিকের মনের কথা
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।
---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।
• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago