A
১৮১০ সালে
B
১৮১৫ সালে
C
১৮০২ সালে
D
১৮০০ সালে
উত্তরের বিবরণ
শ্রীরামপুর মিশন
-
শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ।
-
এটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরী ও তাঁর ভ্রাতৃবৃন্দ ১৮০০ সালের ১০ জানুয়ারী।
-
মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যীশুর বাণী প্রচার শুরু করে।
-
উইলিয়াম কেরী ১৭৯৩ সালে ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি’ এর প্রতিনিধি হিসেবে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 6 days ago
A
নন্দিত নরকে
B
আগুনের পরশমণি
C
জননী
D
ক্রীতদাসের হাসি
হুমায়ূন আহমেদ
-
তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
-
শৈশবে নাম: শামসুর রহমান।
-
শিক্ষাজীবন:
-
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি (সম্মান) প্রথম শ্রেণিতে সম্পন্ন।
-
১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ।
-
-
কর্মজীবন:
-
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু।
-
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান।
-
-
সাহিত্যিক আবির্ভাব: ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
সূর্যের দিন, শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
অন্যান্য উপন্যাস
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস
-
শওকত ওসমান: জননী (সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে)
-
শওকত ওসমান: ক্রীতদাসের হাসি (প্রতীকাশ্রয়ে)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
'ললিতা তথা মানস' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
জীবনানন্দ দাশ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ হলো ‘ললিতা তথা মানস’ (১৮৫৬)।
-
তাঁর প্রথম উপন্যাস ‘রাজমোহন’স ওয়াইফ’, যা ইংরেজি ভাষায় রচিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত তাঁর রচনা ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
-
তাঁর উল্লেখযোগ্য তিনটি উপন্যাস হলো— আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম; যা বঙ্কিমচন্দ্রের উপন্যাস-ত্রয়ী হিসেবে পরিচিত।
-
তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
’বাবা যখন ছোট্ট ছিলেন’ কিশোর উপন্যাসটি কে রচনা করেন?
Created: 1 week ago
A
মাহমুদুল হক
B
নির্মলেন্দু গুণ
C
মুহম্মদ জাফর ইকবাল
D
শওকত আলী
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
বাংলাদেশের কবিদের কবি বলা হয় তাঁকে।
-
১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
-
এছাড়া ১৯৮২ সালে আলোল সাহিত্য পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।
তাঁর রচিত কিশোর উপন্যাস
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
নির্মলেন্দু গুণের রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
পৃথিবীজোড়া গান
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
চাষাভুষার কাব্য
-
নিশি কাব্য
-
কামকানন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago