'শ্রীরামপুর মিশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮১০ সালে
B
১৮১৫ সালে
C
১৮০২ সালে
D
১৮০০ সালে
উত্তরের বিবরণ
শ্রীরামপুর মিশন
-
শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ।
-
এটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরী ও তাঁর ভ্রাতৃবৃন্দ ১৮০০ সালের ১০ জানুয়ারী।
-
মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যীশুর বাণী প্রচার শুরু করে।
-
উইলিয়াম কেরী ১৭৯৩ সালে ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি’ এর প্রতিনিধি হিসেবে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' কোন ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
কবিতা
B
সনেট
C
নাটক
D
কাব্যগ্রন্থ
'পদ্মাবতী' হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক।
-
পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে) তিনি প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম
-
পরিচিতি: মহাকবি ও নাট্যকার
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম কাব্যগ্রন্থ: The Captive Lady (ইংরেজিতে রচিত)
রচিত নাটকসমূহ:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রহসনসমূহ:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ

0
Updated: 2 weeks ago
দ্বিজ বংশীদাস কোন কাব্যের অন্যতম কবি ছিলেন?
Created: 3 weeks ago
A
মনসামঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
পদ্মাপুরাণ
D
ক ও গ উভয়ই
দ্বিজ বংশীদাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মনসামঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তিনি পদ্মাপুরাণ ও মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হিসেবেও পরিচিত।
প্রধান তথ্যসমূহ—
-
জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
-
কাব্যে ব্যবহৃত শব্দ যেমন ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ ইঙ্গিত দেয় যে তিনি সম্ভবত সতেরো শতকে আবির্ভূত।
-
তিনি সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্র শাস্ত্রে পণ্ডিত ছিলেন।
-
সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
-
বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা, এবং কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে তাঁর পিতৃপরিচয় তুলে ধরেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
বৈষ্ণব পদাবলির আদি নিদর্শন 'গীতগোবিন্দম্' কাব্যটি কার রচনা?
Created: 1 month ago
A
জয়দেব
B
বিদ্যাপতি
C
চণ্ডীদাস
D
মুকুন্দরাম চক্রবর্তী
‘গীতগোবিন্দম্’ কাব্য
-
রচয়িতা: জয়দেব
-
ধরণ: সংস্কৃত গীতিকাব্য, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন
-
মূল বিষয়: রাধা–কৃষ্ণের প্রেমলীলা, যা জীবাত্মা–পরমাত্মার সম্পর্ক এবং নর–নারীর চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
গঠন: ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে রচিত।
-
সর্গের নামকরণ: বর্ণিত বিষয় অনুযায়ী ১২টি ভিন্ন নাম দেওয়া হয়েছে।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
রাগমূলক গীতসমূহ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ।
-
চরণশেষে অন্তমিল ব্যবহার করা হয়েছে, যা সংস্কৃত সাহিত্যে বিরল।
-
-
প্রভাব: পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব রয়েছে।
-
গুরুত্ব: বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের কাছে গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago