ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
A
বাষ্পীয় ইঞ্জিন
B
অন্তর্দহন ইঞ্জিন
C
স্টারলিং ইঞ্জিন
D
রকেট ইঞ্জিন
উত্তরের বিবরণ
ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বেলুন থেকে বাতাস বের হয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি দ্রুত ছুটে যায়, যা রকেট ইঞ্জিনের কাজের নীতির মতোই।
এটি নিউটনের তৃতীয় সূত্রের (Newton's Third Law of Motion) সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যা বলে: "প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।" বেলুনের ভিতরের বাতাস উচ্চচাপে বাইরে বের হলে, বাতাস বেলুনের বাইরে যাওয়ার কারণে বেলুনের ওপর বিপরীত দিকে একটি বল প্রয়োগ হয়।
ফলস্বরূপ, বেলুনটি বিপরীত দিকেই ছুটে চলে। এই ধারণাটিই রকেট ইঞ্জিনের কাজের ভিত্তি। রকেটে জ্বালানী দাহ হয়ে গ্যাস উচ্চচাপে বাইরে বের হয় এবং এর প্রতিক্রিয়ায় রকেটটি বিপরীত দিকে ধাবিত হয়।
উৎস: ScienceDirect ও Britannica

0
Updated: 2 months ago