‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ
উত্তরের বিবরণ
1
Updated: 1 month ago
সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র কবিতা সংকলন কোনটি?
Created: 3 weeks ago
A
ছাড়পত্র
B
ঘুম নেই
C
আকাল
D
পূর্বাভাস
আকাল
-
আকাল (১৯৪৩) একটি কবিতাসংকলন।
-
এটি পঞ্চাশের মন্বন্তরের সময়কালীন কবিতাগুচ্ছের সংকলন।
-
বিভিন্ন পত্রিকা থেকে কবিতাগুলো সংগ্রহ ও সম্পাদনা করে সংকলনের মূল্যবান ভূমিকা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য।
-
১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাসহ সংকলনের নতুন সংস্করণ প্রকাশিত হয়।
-
এটি সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
সুকান্ত ভট্টাচার্য
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২৬, কলকাতা, মাতুলালয়; পৈত্রিক নিবাস: কোটালিপাড়া, গোপালগঞ্জ জেলা।
-
ছিলেন মার্কসবাদী ও প্রগতিশীল কবি।
-
দৈনিক স্বাধীনতা পত্রিকার ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
কবিতায় সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও প্রতিবাদকে মূল বিষয়বস্তু হিসেবে উপস্থাপন করেছেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”।
-
মৃত্যু: ২৯ বৈশাখ ১৩৫৪ / ১৩ মে ১৯৪৭।
রচিত গ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠে কড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ
0
Updated: 3 weeks ago
'দুর্মর' সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতা?
Created: 1 month ago
A
ঘুম নেই
B
হরতাল
C
ছাড়পত্র
D
পূর্বাভাস
সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতাটি তাঁর ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থভুক্ত। এটি গ্রন্থের শেষ কবিতা, যা তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পরিচিতি: মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
-
উপাধি: তাঁকে কিশোরকবি বলা হয়।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
সম্পাদনা কাজ: ১৯৪৫ সালে কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।”
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
অভিযান
-
মিঠেকড়া
-
হরতাল
-
গীতিগুচ্ছ
0
Updated: 1 month ago
"নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।"
- কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত?
Created: 1 month ago
A
কুলি-মজুর
B
মধুমালা
C
সাম্যবাদী
D
মানুষ
• "নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।" — কবিতাংশটি কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা থেকে নেওয়া।
মানুষ — কবিতা
– কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়াভণ্ড গাহে স্বার্থের জয়!
উৎস: মানুষ — কবিতা, কাজী নজরুল ইসলাম।
0
Updated: 1 month ago