'প্রায়শ্চিত্ত' নাটকের চরিত্র নয় কোনটি?
A
উদয়াদিত্য
B
অমল
C
সুরমা
D
ধনঞ্জয়
উত্তরের বিবরণ
‘প্রায়শ্চিত্ত’ নাটক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
-
এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
-
নাটকটি পঞ্চাঙ্কের এবং বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।
-
নাটকে টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস লক্ষ্য করা যায়।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ হলো ‘পরিত্রাণ’, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
‘প্রায়শ্চিত্ত’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ধনঞ্জয় বৈরাগী
-
সুরমা
-
উদয়াদিত্য
-
বিভা
অন্য নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ডাকঘর → অমল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ

0
Updated: 1 month ago
'পথের পাঁচালী' উপন্যাস কয়টি ভাগে বিভক্ত?
Created: 1 week ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস, যা বাংলার গ্রামীণ জীবন ও মানুষের চিত্রণ প্রধান থিম হিসেবে উপস্থাপন করে।
-
প্রকাশকাল ও মাধ্যম: ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত; প্রথম প্রকাশিত 'বিচিত্রা' পত্রিকায়।
-
পটভূমি ও বিষয়: বাংলাদেশের গ্রাম ও পরিচিত মানুষের জীবন, শিশুর চৈতন্যের জাগরণ, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক।
-
উপন্যাসের কাঠামো: তিনটি ভাগ—বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
-
কেন্দ্রীয় চরিত্র: বালক অপু।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া।

0
Updated: 1 week ago
"শশী ও কুসুম” - কোন উপন্যাসের চরিত্র?
Created: 4 days ago
A
হাজার বছর ধরে
B
সূর্য-দীঘল বাড়ী
C
পুতুলনাচের ইতিকথা
D
আরেক ফাল্গুন
• পুতুলনাচের ইতিকথা:
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- উপন্যাস আরম্ভ হয়েছে বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
- নায়ক শশী ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলে ও মড়াস্পর্শ অনুচিতসহ এরকম নানা কুসংস্কার তার মধ্যে কর্যকর।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
-------------------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্য উপন্যাস সমূহ:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।

0
Updated: 4 days ago