A
রামরাম বসু
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রামমোহন রায়
উত্তরের বিবরণ
বত্রিশ সিংহাসন
-
‘বত্রিশ সিংহাসন’ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
-
এটি ১৮০২ সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অনূদিত কাহিনি সংকলন।
-
বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ ও লেখক।
-
উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবেও কাজ করেছেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি সর্বাধিক গ্রন্থের রচয়িতা।
তার রচিত গ্রন্থসমূহ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 6 days ago
A
নন্দিত নরকে
B
আগুনের পরশমণি
C
জননী
D
ক্রীতদাসের হাসি
হুমায়ূন আহমেদ
-
তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
-
শৈশবে নাম: শামসুর রহমান।
-
শিক্ষাজীবন:
-
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি (সম্মান) প্রথম শ্রেণিতে সম্পন্ন।
-
১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ।
-
-
কর্মজীবন:
-
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু।
-
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান।
-
-
সাহিত্যিক আবির্ভাব: ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
সূর্যের দিন, শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
অন্যান্য উপন্যাস
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস
-
শওকত ওসমান: জননী (সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে)
-
শওকত ওসমান: ক্রীতদাসের হাসি (প্রতীকাশ্রয়ে)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 days ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
বাংলা
বাক্য শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা উপন্যাস
বাংলা ব্যকরণ
বাংলা ভাষা (ব্যাকরণ)
No subjects available.
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 2 days ago