'চিলেকোঠার সেপাই' - উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
A
ফরিদ
B
ওসমান
C
আজাদ
D
রায়হান
উত্তরের বিবরণ
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র হলো ওসমান।
-
উপন্যাসে দেখা যায়, কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও ওসমান স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
-
ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য উপন্যাস
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোন উপন্যাস ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
Created: 3 weeks ago
A
বৈকুন্ঠের উইল
B
শ্রীকান্ত
C
দেবদাস
D
পথের দাবী
‘পথের দাবী’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস।
-
উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
-
এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল।
-
কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ।
-
একটি গুপ্ত দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র।
-
কারো কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
-
উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
-
ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস:
-
বড়দিদি
-
শ্রীকান্ত
-
গৃহদাহ
-
দেনা পাওনা
-
চরিত্রহীন
-
পল্লীসমাজ
-
বৈকুন্ঠের উইল
-
দেবদাস

0
Updated: 3 weeks ago
কোনটি মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
আনোয়ারা
C
পরিণীতা
D
দৃষ্টিপ্রদীপ
মোহাম্মদ নজিবর রহমান
-
তিনি মূলত একজন ঔপন্যাসিক ছিলেন।
-
জন্ম: পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে।
-
নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
-
প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
অন্যান্য লেখকদের উল্লেখযোগ্য উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – রাজসিংহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পরিণীতা
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – দৃষ্টিপ্রদীপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'নীল দর্পণ' নাটকের উল্লেখযোগ্য চরিত্র কোনটি?
Created: 2 weeks ago
A
গোলক মাধব
B
আবুল হোসেন
C
নুরুল হক
D
নবীন মাধব
'নীল দর্পণ' দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক, যা নীল চাষের জন্য সাধারণ কৃষকদের ওপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়নের বাস্তব চিত্র উপস্থাপন করে। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয় এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম হিসেবে খ্যাত। নাটকটি A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্তের দ্বারা ইংরেজিতে অনূদিত হয়, যা ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়। নাটকের বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতার জন্য অনেকেই এটিকে Uncle Tom's Cabin এর সঙ্গে তুলনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোলক বসু
-
নবীন মাধব
-
রাইচরণ
-
তোরাপ
-
সাবিত্রী
-
সরলতা
-
ক্ষেত্রমণি
-

0
Updated: 2 weeks ago