A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
উত্তরের বিবরণ
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
-
উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আনোয়ার পাশার অন্যান্য উপন্যাসসমূহ
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম-
Created: 2 weeks ago
A
দৃষ্টিহীন
B
লীলাময় রায়
C
নীহারিকা দেবী
D
টেকচাঁদ ঠাকুর
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
-
কবি, ঔপন্যাসিক ও সম্পাদক
-
জন্ম: ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী; আদি নিবাস: মাদারীপুর
-
১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
-
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের উল্লেখযোগ্য লেখক
উপন্যাস:
কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল
কাব্যগ্রন্থ:
অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ
অন্যান্য ছদ্মনাম:
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার: দৃষ্টিহীন
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর

0
Updated: 2 weeks ago
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
Created: 1 month ago
A
দুর্গেশনন্দিনী
B
কপালকুণ্ডলা
C
কৃষ্ণকান্তের উইল
D
রজনী
দুর্গেশনন্দিনী
-
দুর্গেশনন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বাংলা উপন্যাস।
-
"দুর্গেশনন্দিনী" শব্দের মানে হলো কোনো দুর্গের প্রধান ব্যক্তির কন্যা।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হিসেবে পরিচিত।
-
উপন্যাসটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
-
এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম তিলোত্তমা।
উল্লেখযোগ্য অন্যান্য চরিত্রগুলো হলো:
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
আয়েশা
-
বিমলা
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক। তিনি ছিলেন বাংলা নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালে, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর লেখা প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ – এটি ইংরেজিতে লেখা হয়েছিল।
-
তাঁর প্রথম বাংলা উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হলো দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
-
তিনি ‘ললিতা তথা মানস’ (১৮৫৬) নামে একটি কাব্যগ্রন্থও রচনা করেন, এটি ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
তাঁর লেখা দ্বিতীয় বাংলা উপন্যাস হলো ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)।
-
বঙ্কিমচন্দ্রের তিনটি বিখ্যাত উপন্যাসের নাম হলো: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম — যেগুলো একত্রে তাঁর ত্রয়ী উপন্যাস নামে পরিচিত।
● তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া এবং ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ — ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
Created: 1 month ago
A
নাটক
B
কাব্য
C
আত্মজৈবনিক উপন্যাস
D
গীতি কবিতার সংকলন
উদাসীন পথিকের মনের কথা
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।
---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।
• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago