বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
উত্তরের বিবরণ
ভদ্রার্জুন
-
ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
-
এটি ১৮৫২ সালে তারাচরণ শিকদারের রচনা হিসেবে প্রকাশিত হয়।
-
‘কীর্তিবিলাস’ বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা হলেও, ‘ভদ্রার্জুন’ হলো ইংরেজি ও সংস্কৃত যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
-
নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ নিয়ে।
-
যদিও কাহিনি মহাভারত থেকে সংগ্রহ করা হয়েছে, তবুও এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
Created: 4 weeks ago
A
ঘরে-বাইরে
B
প্রায়শ্চিত্ত
C
গোরা
D
বিষবৃক্ষ
‘ঘরে-বাইরে’ উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
উপন্যাসটির পটভূমি: স্বদেশি আন্দোলন।
-
পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাথে ভাবসাদৃশ্য রয়েছে।
-
স্টিভেনসনের চরিত্র সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ-এর প্রতিসম।
-
তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক, আর রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ ও সিরিয়াস।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
‘গোরা’ উপন্যাস: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিতে লেখা।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটক: রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক, টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায়।
-
‘বিষবৃক্ষ’: বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস, যেখানে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 4 weeks ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 2 weeks ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
উৎস:

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' -এর রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আল মাহমুদ
B
শওকত আলী
C
সেলিনা হোসেন
D
শওকত ওসমান
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নম হইতে বিদায়’ রচনা করেছেন শওকত ওসমান। উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এবং যুদ্ধকালীন সময়ের ভয়াবহতা, মধ্যবিত্তের পলায়ন, ও পাকিস্তানি সেনাদের বর্বরতা তুলে ধরে।
• জাহান্নম হইতে বিদায়:
-
শওকত ওসমানের ‘জাহান্নম হইতে বিদায়’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও প্রকাশিত একটি উপন্যাস।
-
১৯৭১ সালে লেখক কলকাতায় অবস্থানকালীন সময় এই গ্রন্থ রচনা করেন এবং এটি প্রকাশিত হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
-
প্রকাশের পর উপন্যাসটি পশ্চিমবঙ্গের বাঙালি পাঠক এবং স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদ সৃষ্টি করে।
-
প্রচলিত ধারার উপন্যাসের মতো কোনো একক নায়ক এখানে নেই; বরং নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
-
পাকিস্তানিদের বর্বরতায় যখন সোনার বাংলা পরিণত হয় শ্মশানে, তখন উপন্যাসে উঠে আসে সেই প্রতিবাদী সুর—“সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া, তোমার আসামির মতো জবাব দিতে হবে।”
-
উপন্যাসের চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতার মাধ্যমে লেখক তুলে ধরেছেন পাক সেনাদের নিষ্ঠুরতা ও যুদ্ধকালীন বাস্তবতা।
-
এখানে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্ত শ্রেণির চিত্রও গভীরভাবে অঙ্কিত হয়েছে।
• উল্লেখযোগ্য চরিত্র:
-
গাজী রহমান
-
এডভোকেট রেজা আলী
-
বামপন্থী নেতা কিরণ রায়
• শওকত ওসমান:
-
তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তাঁর জন্ম।
-
তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, আর সাহিত্যিক নাম শওকত ওসমান।
-
‘জাহান্নম হইতে বিদায়’ তাঁর রচিত অন্যতম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
জননী
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাংগী
-
পুরাতন খঞ্জর
• তাঁর রচিত প্রবন্ধ:
-
সংস্কৃতির চড়াই উৎরাই
-
মুসলিম মানসের রূপান্তর
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
-
ওটেন সাহেবের বাংলো
-
তারা দুই জন
-
ক্ষুদে সোশালিস্ট

0
Updated: 2 weeks ago