সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো- 

Edit edit

A

নাইট্রিক এসিড 

B

সালফিউরিক এসিড 

C

এমোনিয়াম ক্লোরাইড 

D

হাইড্রোক্লোরিক এসিড

উত্তরের বিবরণ

img

  • সৌর প্যানেল থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) ব্যবহার করা হয়।

  • বাসাবাড়িতে আইপিএস (IPS) চালাতে হলে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

  • সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসা (lead) ইলেকট্রোডের সঙ্গে যে তরল পদার্থটি থাকে, সেটিও হলো সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)।

  • কৃষিকাজে ফসল উৎপাদনের জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ব্যবহৃত সারের মধ্যে রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট (NH₄NO₃), অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄] ও অ্যামোনিয়াম ফসফেট [(NH₄)₃PO₄]। এসব সার উৎপাদনের জন্য প্রয়োজন হয় নাইট্রিক অ্যাসিড (HNO₃), সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) এবং ফসফরিক অ্যাসিড (H₃PO₄)।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD