'ইব্রাহিম কার্দি' বিখ্যাত চরিত্রটি কোন গ্রন্থে পাওয়া যায়?
A
বিষাদ সিন্ধু
B
রক্তাক্ত প্রান্তর
C
নীল দর্পণ
D
জমিদার দর্পণ
উত্তরের বিবরণ
‘রক্তাক্ত প্রান্তর’ নাটক
-
‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত নাটক, যা মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনী থেকে অনুপ্রাণিত।
-
এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
-
নাটকটি রচিত হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে এবং এতে তিনটি অঙ্ক রয়েছে।
-
‘রক্তাক্ত প্রান্তর’ ঐতিহাসিক নাটক নয়, বরং ইতিহাস-আশ্রিত নাটক হিসেবে পরিচিত।
-
নাটকের জনপ্রিয় উক্তি:
“মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।”
-
উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।
-
-
উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
প্রবোধচন্দ্রিকা
B
ইতিহাসমালা
C
লিপিমালা
D
কথামালা
'কথামালা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ, যা বাংলা শিক্ষাসাহিত্যে বিশেষ গুরুত্ব বহন করে। বিদ্যাসাগর তার জীবদ্দশায় নানা ধরনের রচনা করেছেন, যা শিক্ষামূলক ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই সমাদৃত।
-
অনুবাদ গ্রন্থ:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
-
-
মৌলিক রচনা:
-
অতি অল্প হইল
-
আবার অতি অল্প হইল
-
ব্রজবিলাস
-
বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা
-
রত্ন পরীক্ষা
-
-
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা
-
-
অন্যান্য গ্রন্থ ও রচয়িতা:
-
প্রবোধচন্দ্রিকা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা – রামরাম বসু
-
ইতিহাসমালা (১৮১২) – উইলিয়াম কেরি, যা বিভিন্ন বিষয়ের ১৫০টি গল্পের সংগ্রহ
-

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
Created: 1 month ago
A
আমজাদ হোসেন
B
হুমায়ূন আহমেদ
C
শওকত ওসমান
D
সৈয়দ শামসুল হক
‘আগুনের পরশমণি’ উপন্যাস
-
লেখক: হুমায়ূন আহমেদ
-
বিষয়: মুক্তিযুদ্ধ
-
প্রকাশকাল: ১৯৮৬
-
কাহিনী সংক্ষিপ্ত: উপন্যাসটি ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের পরিস্থিতি তুলে ধরে। গল্পের শুরু হয় যখন একজন অজানা গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে ভদ্রলোক মতিন সাহেব আশ্রয় দেন।
-
বিশেষত্ব: মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ ও শহরের পরিস্থিতি চিত্রিত করা হয়েছে।
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে (মাতামহের বাড়ি)
-
পৈত্রিক স্থান: কুতুবপুর, কেন্দুয়া, নেত্রকোনা
-
পরিবার: পিতা – ফয়জুর রহমান আহমেদ, মা – আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ)
-
মৃত্যু: ২০১২
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য উপন্যাস
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি মধ্যম পুরুষ?
Created: 3 weeks ago
A
আপনি
B
তারা
C
আমরা
D
সে
পুরুষ তিন প্রকারে বিভক্ত: উত্তম, মধ্যম ও নাম পুরুষ। প্রতিটি পুরুষ সর্বনাম ব্যবহারের ধরন দ্বারা চিহ্নিত হয়।
-
উত্তম পুরুষ: ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে।
-
উদাহরণ: আমি, আমরা
-
-
মধ্যম পুরুষ: বক্তা যার সঙ্গে কথা বলছে, তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে।
-
উদাহরণ: তুমি, তোমরা, আপনি, তোরা
-
-
নাম পুরুষ: বক্তা যার সম্পর্কে কিছু বলছে, তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে।
-
উদাহরণ: সে, তারা, ওরা, করিম, এটা
-
উৎস:

0
Updated: 3 weeks ago