A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
উত্তরের বিবরণ
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 6 days ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago
'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
শহীদুল জহির
B
হাসান হাফিজুর রহমান
C
শওকত ওসমান
D
হাসান আজিজুল হক
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
এই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা শহীদুল জহির।
শহীদুল জহির
-
জন্ম: ১৯৫৩ সাল, ঢাকা।
-
প্রকৃত নাম: মো. শহীদুল হক।
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পারাপার
-
ডুমুরখেকো
-
মানুষ ও অন্যান্য গল্প
-
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প
তাঁর রচিত উপন্যাস
-
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
সে রাতে পূর্ণিমা ছিল
-
মুখের দিকে চেয়ে দেখি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
'অশনি সংকেত' উপন্যাসের উপজীব্য কী?
Created: 1 week ago
A
কলিঙ্গ যুদ্ধ
B
দুর্ভিক্ষ
C
তেভাগা আন্দোলনের
D
১ম বিশ্বযুদ্ধ
অশনি সংকেত উপন্যাস
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস।
-
এর পটভূমি ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ, যা দ্বিতীয় মহাযুদ্ধের বিরূপ প্রভাবে সৃষ্টি হয়।
-
গ্রামীণ বাংলায় দুর্ভিক্ষ কীভাবে করাল রূপে ছড়িয়ে পড়ে, তার বাস্তব ও নিখুঁত চিত্রায়ণ এই উপন্যাসে পাওয়া যায়।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৯ সালে।
-
তবে এটি বই আকারে প্রকাশের আগে ১৯৪৪-১৯৪৬ সালের মধ্যে ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটির পটভূমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বারাকপুর, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বনগ্রাম মহকুমা শহর।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
অনুবর্তন প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago