ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির কয়টি স্তর নির্দেশ করেছেন?
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
উত্তরের বিবরণ
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
Created: 3 weeks ago
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:

0
Updated: 3 weeks ago
'সূর্য-দীঘল বাড়ী' — উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশ পায়?
Created: 2 weeks ago
A
১৯৪৫ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৫১ সালে
'সূর্য-দীঘল বাড়ী' উপন্যাসটি আবু ইসহাক রচিত এবং ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এবং সমাজের নানা দিক তুলে ধরেছে। উপন্যাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র আছে যারা গল্পের মূল ঘটনাবলিকে এগিয়ে নিয়ে যায়।
-
উপন্যাসের নাম: সূর্য-দীঘল বাড়ী
-
লেখক: আবু ইসহাক
-
প্রকাশের বছর: ১৯৫৫
-
প্রধান চরিত্র: জয়গুন, হাসু, মায়মুন, শাফি, ডা. রামেশ, মোড়ল গদু প্রমুখ
-
বিষয়বস্তু: বাংলাদেশের গ্রামীণ জীবনের বাস্তব চিত্র
আবু ইসহাক
-
জন্ম: ১৯২৬, শিরঙ্গল, শরিয়তপুর জেলা
-
প্রথম গল্প প্রকাশ: 'অভিশাপ', নবযুগ পত্রিকায়, কাজী নজরুল ইসলাম সম্পাদিত
-
প্রথম উপন্যাস: সূর্য-দীঘল বাড়ী
-
দ্বিতীয় উপন্যাস: পদ্মার পলিদ্বীপ
আবু ইসহাকের সাহিত্যকর্ম
-
উপন্যাস: সূর্য-দীঘল বাড়ী, পদ্মার পলিদ্বীপ, জাল
-
গল্পগ্রন্থ: হারেম, মহাপতঙ্গ

0
Updated: 2 weeks ago
'মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?' প্রবন্ধের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আল মাহমুদ
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
বুদ্ধদেব বসু
‘মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?’ কাজী নজরুল ইসলাম রচিত একটি শক্তিশালী প্রবন্ধ, যা তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ ‘যুগবাণী’-এর অন্তর্ভুক্ত। এই প্রবন্ধে কবি সমকালীন রাজনৈতিক অবস্থা, মুসলিম সমাজের বিভক্তি এবং ব্রিটিশ উপনিবেশবাদের নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ করেছেন। নজরুল এখানে মানবিকতার দৃষ্টিকোণ থেকে ‘মুহাজিরিন’ হত্যার নিন্দা জানিয়ে সমাজে ন্যায় ও ঐক্যের বার্তা দিয়েছেন।
‘যুগবাণী’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দে। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর বিপ্লবাত্মক রাজনৈতিক বক্তব্যের কারণে ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
গ্রন্থের প্রবন্ধগুলোয় প্রতিফলিত হয়েছে স্বদেশি চেতনা, জাতীয় জাগরণ এবং ব্রিটিশ বিরোধী মনোভাব। নজরুল এই প্রবন্ধগুলোর মাধ্যমে সমাজে অন্যায়, দাসত্ব ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানুষের বিবেক জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন।
‘যুগবাণী’ গ্রন্থে মোট ২১টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে। সেগুলো হলো —
-
নবযুগ
-
গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ
-
ডায়ারের স্মৃতিস্তম্ভ
-
ধর্মঘট
-
লোকমান্য তিলকের মৃত্যুতে বেদনাতুর কলিকাতার দৃশ্য
-
মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?
-
ছুঁৎমার্গ
-
উপেক্ষিত শক্তির উদ্বোধন
-
মুখবন্ধ
-
রোজ-কেয়ামত বা প্রলয়-দিন
-
বাঙালির ব্যবসাদারী
-
আমাদের শক্তি স্থায়ী হয় না কেন
-
কালা আদমীকে গুলি মারা
-
শ্যাম রাখি না কুল রাখি
-
লাট-প্রেমিক আলী ইমাম
-
ভাব ও কাজ
-
জাতীয় শিক্ষা
-
জাতীয় বিশ্ববিদ্যালয়
-
জাগরণী

0
Updated: 2 weeks ago