'ন্যাড়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গল্পের চরিত্র?
A
বিন্দুর ছেলে
B
মেজদিদি
C
বিলাসী
D
মহেশ
উত্তরের বিবরণ
‘বিলাসী’ ছোটগল্প
-
‘বিলাসী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
-
‘বিলাসী’ গল্পে ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব ছায়াপাত লক্ষ্য করা যায়।
-
গল্পের বিখ্যাত উক্তি:
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য ছোটগল্পসমূহ
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
-
রামের সুমতি
-
মেজদিদি
-
বিন্দুর ছেলে
-
ছবি প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
’অনিলা দেবী’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 month ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
সমরেশ বসু
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
নীহাররঞ্জন গুপ্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলা দেবী’
-
তিনি “নারীর মূল্য” প্রবন্ধটি “অনিলা দেবী” ছদ্মনামে যমুনা পত্রিকায় প্রকাশ করেন।
অন্য ছদ্মনামসমূহ:
-
অপরাজিতা দেবী
-
শ্রী চট্টোপাধ্যায়
-
অপরূপা দেবী
-
পরশুরাম
-
শীকান্ত শর্মাতার
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেবদাস
-
দেনা পাওনা
-
গৃহদাহ
-
চরিত্রহীন
-
পল্লী সমাজ
-
পথের দাবী
অন্য লেখকদের ছদ্মনাম উদাহরণ:
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: কস্যচিৎ উপযুক্ত ভাইপো
-
সমরেশ বসু: কালকূট
-
নীহাররঞ্জন গুপ্ত: দাদা ভাই, বাণভট্ট

0
Updated: 1 month ago
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্ধারাটির কী অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
সৌভাগ্য
B
অহংকার
C
অপচয়
D
অকৃতজ্ঞ
এই বাক্যে দেওয়া এলোমেলো বর্ণগুলো—'য়া রো পো বা'—সাজালে পোয়াবারো শব্দটি পাওয়া যায়।
-
পোয়াবারো (বিশেষ্য)
-
সৌভাগ্য।
-
পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।
-
সূত্র:

0
Updated: 3 weeks ago
"স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার"-পঙ্ক্তিদ্বয় কার রচনা?
Created: 3 weeks ago
A
রফিক আজাদ
B
আলাউদ্দিন আল আজাদ
C
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
D
হাসান হাফিজুর রহমান
আলাউদ্দিন আল আজাদ রচিত 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি তাঁর 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়। কবিতাটিতে ভাষা আন্দোলনের সংগ্রাম, আত্মত্যাগ ও জাতির অটল প্রতিজ্ঞা ফুটে উঠেছে। এর কয়েকটি উল্লেখযোগ্য লাইন হলো:
"স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে"
-
রচয়িতা: আলাউদ্দিন আল আজাদ
-
জন্ম: ৬ মে ১৯৩২, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রাম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সমালোচক।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
তেইশ নম্বর তৈলচিত্র
-
শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
-
কর্ণফুলী
-
ক্ষুধা ও আশা
-
খসড়া কাগজ
-
স্বপ্নশিলা
-
বিশৃঙ্খলা
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
-
মানচিত্র
-
ভোরের নদীর মোহনায় জাগরণ
তাঁর রচিত গল্পগ্রন্থ:
-
জেগে আছি
-
মৃগনাভি
-
ধানকন্যা
-
যখন সৈকত
-
অন্ধকার সিঁড়ি
-
জীবনজামিন
-
আমার রক্ত স্বপ্ন আমার
উৎস:

0
Updated: 3 weeks ago