‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
A
গিরিশচন্দ্র ঘোষ
B
দীনবন্ধু মিত্র
C
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
D
মাইকেল মধুসূদন দত্ত
উত্তরের বিবরণ
‘কীর্তিবিলাস’ নাটক
-
‘কীর্তিবিলাস’ নাটকটি বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে পরিচিত।
-
এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনি সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের ওপর ভিত্তি করে রচিত।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ এই নাটকের একটি বৈশিষ্ট্য।
-
পাশ্চাত্য আদর্শে নাটকের অঙ্ক পাঁচটি, কিন্তু সংস্কৃত আদর্শ অনুসারে এতে রয়েছে ‘নান্দী’ ও ‘সূত্রধার’।
-
নাটকের ভাষা সংস্কৃত প্রভাবিত হওয়ায় আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
Created: 1 month ago
A
সৈয়দ মুজতবা আলী
B
কাজী আবদুল ওদুদ
C
নজিবর রহমান
D
রোকেয়া সাখাওয়াৎ হোসেন
'আনোয়ারা' হলো মোহাম্মদ নজিবর রহমানের রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস যা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এটি তার প্রথম ও সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে পরিচিত এবং উপন্যাসে ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় এবং আনোয়ারার স্বামীনিষ্ঠার বিষয় প্রধানভাবে ফুটে উঠেছে।
-
প্রকাশের সাল ও স্থান: ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে প্রথম প্রকাশিত।
-
প্রতিপাদ্য: ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয়, আনোয়ারার স্বামীনিষ্ঠা।
-
মূল চরিত্র: আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজিমুল্লাহ, গোলাপজান।
-
লেখকের অন্যান্য রচনা:
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি (১৯১৭)
-
পরিণাম (১৯১৮)
-
গরীবের মেয়ে (১৯২৩)
-
দুনিয়া আর চাই না (১৯২৪)
-

0
Updated: 1 month ago
কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
Created: 2 weeks ago
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-

0
Updated: 2 weeks ago
"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।" - চরণটির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
সিরাজ শাহ
B
শাহ আব্দুল করিম
C
সাবিরিদ খান
D
লালন শাহ
লালন ফকিরের উল্লেখযোগ্য গানগুলো বাংলা বাউল ধারার মধ্যে বিশেষভাবে পরিচিত। তার গানে মানবজীবনের গভীর দার্শনিক ও মরমি অনুভূতি ফুটে ওঠে।
-
"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়"
-
"আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়"
-
"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা"
লালন শাহ ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা এবং প্রখ্যাত গায়ক। তাঁর জন্ম ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে বা মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। লালনের গান মরমি ব্যঞ্জনা এবং শিল্পগুণে সমৃদ্ধ, যা বাউল সংগীতের অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।

0
Updated: 2 weeks ago