'বিশ শতকের মেয়ে' - কোন ধরনের রচনা?
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
নাটক
উত্তরের বিবরণ
‘বিশ শতকের মেয়ে’
-
‘বিশ শতকের মেয়ে’ নীলিমা ইব্রাহীম রচিত একটি উপন্যাস।
নীলিমা ইব্রাহিম
-
নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।
-
তিনি মূলত একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
-
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
-
তিনি বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধও রচনা করেছেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 week ago
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত উপন্যাসিক, নাট্যকার ও গল্পকার, যিনি সমাজ ও মানুষের মানসিকতার সূক্ষ্ম চিত্রায়ণ করেছেন।
-
জন্ম ও পৈতৃক পরিচয়: ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন; পিতা সৈয়দ আহমদ উল্লাহ, একজন সরকারি কর্মকর্তা।
-
ব্যক্তিগত জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
উপন্যাস অনুবাদ: মিসেস মেরি তাঁর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন; পরবর্তীতে এটি ইংরেজিতে 'Tree Without Roots' নামে অনূদিত হয়।
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক-
Created: 1 week ago
A
ডাকঘর
B
বাল্মীকি প্রতিভা
C
অচলায়তন
D
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে Song Offerings (গীতাঞ্জলি অবলম্বনে) গ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
ডক্টরেট: ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ করেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বৌ ঠাকুরাণীর হাট
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: বিবিধ প্রসঙ্গ

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ক্রীতদাসের হাসি
B
মাটি আর অশ্রু
C
হাঙর নদী গ্রেনেড
D
সারেং বউ
হাঙর নদী গ্রেনেড (উপন্যাস)
সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি আবেগঘন ও প্রতিবাদী উপন্যাস। গল্পটি হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবনকে কেন্দ্র করে গড়া। এই মা নিজের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং একদিকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের মানসিক প্রতিবন্ধী ছেলে পাকিস্তানি সেনাদের হাতে দেন।
উপন্যাসে মা ও দেশের জন্য তার আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে। এছাড়া, উপন্যাসে বর্ণিত গ্রামটি যেন মুক্তিযুদ্ধের প্রতীকী বাংলাদেশ হিসেবে উপস্থিত হয়।
উৎস: সেলিনা হোসেন, হাঙর নদী গ্রেনেড, সাহিত্য প্রকাশন, বাংলাদেশ।

0
Updated: 1 month ago