প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ কোনটি?
A
পদচারণ
B
সনেট পঞ্চাশৎ
C
চার ইয়ারী কথা
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘চার ইয়ারী কথা’ গল্পগ্রন্থ
-
‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরীর একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়।
-
এতে চার বন্ধুর প্রেমকাহিনী বর্ণিত হয়েছে, যেখানে নায়িকারা সবাই ইউরোপীয়।
-
গল্পগ্রন্থের চার নায়িকার বৈশিষ্ট্য:
-
প্রথম নায়িকা— উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা— চোর
-
তৃতীয় নায়িকা— প্রতারক
-
চতুর্থ নায়িকা— মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করেছে
-
-
এ গ্রন্থে ভাষার চাতুর্য, পরিহাসপ্রিয়তা ও সূক্ষ্ম ব্যঙ্গ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ভাবালু প্রেমকাহিনীর প্রতি এখানে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়।
প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থসমূহ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ

0
Updated: 1 month ago
"রমেশ, হেমনলিনী" - কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
মৃত্যক্ষুধা
B
কুহেলিকা
C
নৌকাডুবি
D
চোখের বালি
'নৌকাডুবি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: সামাজিক উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়বস্তু: জটিল পারিবারিক সমস্যার কেন্দ্রবিন্দুতে লেখা
মূল চরিত্র:
-
রমেশ
-
হেমনলিনী
-
কমলা
-
অন্নদাবাবু
উৎস: নৌকাডুবি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর; বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'গীতগোবিন্দম্' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 3 weeks ago
A
বৈষ্ণব পদাবলি
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
মঙ্গলকাব্য
D
লোকসাহিত্য
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
মুখ্য তথ্যসমূহ—
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা আদিকবি বলা হয়। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন এবং তাঁকে ব্রজবুলি ভাষায় আদি কবি বলা হয়; তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে পাঁচটি রস বিদ্যমান:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (শৃঙ্গার রস)
উৎস:

0
Updated: 3 weeks ago