প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
উত্তরের বিবরণ
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
”শশী ও কুসুম” কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
আলালের ঘরের দুলাল
B
আনন্দমঠ
C
দেবী চৌধুরাণী
D
পুতুলনাচের ইতিকথা
পুতুলনাচের ইতিকথা
-
মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।" তাঁর উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ তে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের শুরু হয় বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
-
নায়ক শশী ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলেও, তার মধ্যে মড়াস্পর্শ অনুচিতসহ নানা কুসংস্কার কার্যকর থাকে।
-
উপন্যাসে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
-
‘পুতুলনাচের ইতিকথা’য় পুতুল বলতে বোঝানো হয়েছে সেই মানুষগুলোকে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো সামান্য ধাক্কাতেই অন্যের ইশারায় পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম প্রভৃতি।
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মানদীর মাঝি
-
পুতুলনাচের ইতিকথা
-
শহরতলী
-
চিহ্ন
-
চতুষ্কোণ
-
সার্বজনীন
-
আরোগ্য ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'ঘনাদা' চরিত্রটি সৃষ্টি করেছেন-
Created: 3 weeks ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C
বিহারীলাল চক্রবর্তী
D
প্রেমেন্দ্র মিত্র
‘মশা’ গল্প ও ‘ঘনাদা’ চরিত্র
-
বাংলা শিশুসাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অতুলনীয় সৃষ্টি হলো ‘ঘনাদা’ চরিত্র।
-
এই চরিত্রের উদ্ভব ঘটে তাঁর রচিত ‘মশা’ (১৯৩৭) গল্পের মাধ্যমে।
-
ঘনাদা চরিত্রের মাধ্যমে তিনি শিশুর মনোরাজ্যের রোমাঞ্চকর অনুভূতিগুলো প্রকাশ করেছেন।
-
প্রতিটি শিশু-কিশোর ঘনাদার ভিতর দিয়ে নিজেদের দেখতে উন্মুখ হয়ে ওঠে।
-
কিশোর মনোরাজ্য অধিকারের জন্য তিনি ডিটেকটিভ ও রোমাঞ্চকর কাহিনি সৃজনের অসাধারণ শক্তি দেখান।
-
তিনি বিজ্ঞানভিত্তিক কিশোর উপন্যাস যেমন ‘কুহকের দেশে’ লিখে বাংলা ভাষায় এ ধারার সার্থকতা প্রতিষ্ঠা করেন।
-
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থসমূহ:
• পঞ্চশর
• বেনামী বন্দর
• পুতুল ও প্রতিমা
• অফুরন্ত
• ধূলিধূসর
• জলপায়রা
• মৃত্তিকা

0
Updated: 3 weeks ago
'চোখের বালি' উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র কোনটি?
Created: 3 weeks ago
A
চারুলতা
B
শান্তিলতা
C
আশালতা
D
কিরণলতা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "চোখের বালি" বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে খ্যাত। এটি ১৯০৩ সালে প্রকাশিত হয় এবং বাংলা উপন্যাস ধারায় এক নতুন দিকের সূচনা করে। এই উপন্যাসে লেখক সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেছেন এবং কাহিনির চেয়ে মানবচরিত্রের জটিলতা ও মানসিক সংকটকে প্রধান করে তুলেছেন।
-
চোখের বালি প্রকাশিত হয় ১৯০৩ সালে।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
-
রবীন্দ্রনাথ এই উপন্যাসে কাহিনির পরিবর্তে চরিত্রের মানসিক সংকট, আশা-আকাঙ্খা, প্রেম ও দুঃখকে কেন্দ্র করে কাহিনি নির্মাণ করেন।
-
বিনোদিনী ছিলেন বিধবা, এবং তার জীবনসংগ্রাম ও মানসিক দ্বন্দ্ব উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
-
আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা, কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিধবা বিনোদিনীর প্রতি আকৃষ্ট হন।
-
উপন্যাসে লেখক সমসাময়িক সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন।
প্রধান চরিত্রগুলো হলো:
-
বিনোদিনী
-
মহেন্দ্র
-
আশালতা
-
বিহারী
-
রাজলক্ষী প্রমুখ
উৎস:

0
Updated: 3 weeks ago