A
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
B
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
C
পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
D
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
উত্তরের বিবরণ
পালতোলা নৌকায় বাতাস প্রধানত দুটি দিক থেকে প্রভাব ফেলে—একটি বলের অভিমুখে এবং অন্যটি বিপরীতমুখে। যদি দক্ষতার সঙ্গে হাল ঘুরিয়ে বিপরীতমুখী বলকে নিষ্ক্রিয় করা যায়, তাহলে বাতাসের সম্মুখমুখী উপাংশটিকে কাজে লাগিয়ে নৌকাকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হয়।
-
পৃথিবীর বিভিন্ন অংশে তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহ সৃষ্টি হয়।
-
এই বায়ুপ্রবাহজনিত গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়।
-
যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের গতিশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করার যন্ত্রকে বলা হয় বায়ুকল।
-
প্রাচীনকালে মানুষ বায়ু শক্তি ব্যবহার করে কুয়া থেকে পানি তোলা, জাহাজ চালানোসহ নানা কাজ সম্পাদন করতো।
-
আজও পালতোলা নৌকায় বায়ু শক্তি ব্যবহার করা হয়।
উৎস:
১. ব্রিটানিকা
২. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago