'হিতকরী' পত্রিকা'র সম্পাদক কে?
A
মীর মশাররফ হোসেন
B
শেখ আবদুর রহিম
C
আহমদ ছফা
D
কৃষ্ণকমল ভট্টাচার্য
উত্তরের বিবরণ
‘হিতকরী’ পত্রিকা
-
‘হিতকরী’ পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
-
পরবর্তীকালে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেম উদ্দীন খান।
-
এই পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো—
-
বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলাচর্চা, এবং
-
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
-
অন্য উল্লেখযোগ্য পত্রিকা ও সম্পাদকগণ
-
হিতবাদী → কৃষ্ণকমল ভট্টাচার্য
-
সুধাকর → শেখ আবদুর রহিম
-
স্বদেশ → আহমদ ছফা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সধবার একাদশী' প্রহসনের মূল উপজীব্য কী?
Created: 1 week ago
A
বুড়োর বিধবাকে বিবাহ
B
ইয়ংবেঙ্গল দলের উচ্ছৃঙ্খলতা ও অনাচার
C
লম্পট বুড়োর নারী লোভ
D
নতুন জামাই আগমন নিয়ে হট্টগোল
'সধবার একাদশী' (১৮৬৬) দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন, যা তৎকালীন ইয়ংবেঙ্গল দলের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের সমাজচিত্র উপস্থাপন করে। নাটকটি সামাজিক বিপর্যয় এবং অনৈতিকতার প্রতি সমালোচনামূলক মনোভাব নিয়ে রচিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন
-
নাটক ও প্রহসন: নাটকটি প্রহসনের মাধ্যমে সামাজিক অনাচারের বিভিন্ন দিক ফুটিয়ে তোলে।
দীনবন্ধু মিত্র:
-
রায়বাহাদুর দীনবন্ধু মিত্র ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার।
-
১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পিতার নাম গন্ধর্বনারায়ণ।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন এবং কলেজ জীবনে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশিত হয়।
-
নাটক ও প্রহসন লিখে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ নাটক ও রচনা হলো 'নীলদর্পণ'।
প্রহসনসমূহ:
-
সধবার একাদশী
-
বিয়ে পাগলা বুড়ো
-
জামাই বারিক

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ-
Created: 3 weeks ago
A
শেষের কবিতা
B
শেষ লেখা
C
শেষ রক্ষা
D
চোখের বালি
শেষ লেখা
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১
-
বিবরণ: 'শেষলেখা' রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। অধিকাংশ কবিতা তাঁর জীবনের শেষ কয়েক দিনের রচনা।
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থে ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশ পেয়েছে।
-
উদাহরণ কবিতা:
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
বৈশিষ্ট্য: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক
-
উল্লেখযোগ্য অর্জন: 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত; শিশু-কালের 'বনফুল' কাব্য প্রকাশ
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), কলকাতা
প্রধান কাব্যগ্রন্থ:
-
মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষ লেখা
অন্যান্য সাহিত্যকর্ম:
-
নাটক: শেষ রক্ষা
-
উপন্যাস: শেষের কবিতা, চোখের বালি
উৎস:

0
Updated: 3 weeks ago
ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
তেইশ নম্বর তৈলচিত্র
B
ক্ষুধা ও আশা
C
কর্ণফুলি
D
ধানকন্যা
‘কর্ণফুলী’ উপন্যাস আলাউদ্দিন আল আজাদের অন্যতম খ্যাতি সম্পন্ন কृति, যা পাহাড় ও সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের জীবনচিত্র ফুটিয়ে তোলে। এই উপন্যাসে চাকমা উপজাতির জীবন ও সংস্কৃতি, তাঁদের সংগ্রাম এবং দৈনন্দিন জীবনের নানা দিক উপস্থাপন করা হয়েছে।
পাশাপাশি উপন্যাসে চাকমা ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়, যা উপজাতীয় সংস্কৃতিকে আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছে।
-
সাহিত্যিক: আলাউদ্দিন আল আজাদ
-
উপজাতি ও জীবনচিত্র: চাকমা উপজাতির জীবন সংগ্রাম, কাহিনী কেন্দ্র করে
-
ভাষা: মূলত বাংলা, কিছু অংশে চাকমা ভাষার ব্যবহার
-
উল্লেখযোগ্য চরিত্র: রাঙ্গামিলা (আদিবাসী), দেওয়ানপুত্র (চাকমা প্রেমিক), ইসমাইল (বাঙালি), জলি, রমজান প্রভৃতি
-
উপন্যাসের বিষয়: উপজাতি জীবন, প্রেম, সামাজিক সম্পর্ক, জীবন সংগ্রাম
আলাউদ্দিন আল আজাদ ছিলেন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক এবং সাহিত্য-সমালোচক।
-
জন্ম: ৬ মে ১৯৩২, রামনগর, রায়পুর থানা, নরসিংদী জেলা
-
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স (১৯৫৩), স্নাতকোত্তর (১৯৫৪)
-
চলচ্চিত্র: তাঁর উপন্যাস ‘তৈশ নম্বর তৈলচিত্র’ অবলম্বনে সুভাষ দত্ত নির্মিত বসুন্ধরা চলচ্চিত্র
উল্লেখযোগ্য গল্পগন্থ:
-
জেগে আছি
-
ধানকন্যা
-
জীবন জমিন
উপন্যাসসমূহ:
-
কর্ণফুলী
-
তৈশ নম্বর তৈলচিত্র
-
শেষরাত বসন্তের প্রথমদিন
-
ক্ষুধা ও আশা
-
শ্যামল ছায়ার সংবাদ
নাটকসমূহ:
-
ধন্যবাদ
-
নিঃশব্দ যাত্রা
-
নরকে লাল গোলাপ
কাব্যগ্রন্থসমূহ:
-
মানচিত্র
-
ভোরের নদীর মোহনায় জাগরণ
-
লেলিহান পান্ডুলিপি
-
নিখোঁজ সনেটগুচ্ছ
-
সাজঘর
-
শ্রেষ্ঠ কবিতা

0
Updated: 1 month ago