বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
প্যারীচাঁদ মিত্র
-
প্যারীচাঁদ মিত্র ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
তাঁর ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’।
-
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতনামা শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা সম্পন্ন করেন।
-
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে তিনি সর্বাধিক পরিচিত।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত।
-
রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে।
-
এজন্য তাঁকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এবং সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়।
তাঁর উপন্যাসসমূহ
-
আলালের ঘরের দুলাল
-
আধ্যাত্নিকা
-
অভেদী
তাঁর একমাত্র প্রহসন
-
মদ খাওয়া বড় দায়—জাত থাকার কি উপায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
প্রথম বাংলায় মহাভারত অনুবাদ করেন কে?
Created: 2 weeks ago
A
জয়দেব
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
D
কাশীরাম দাস
মহাভারত হলো সংস্কৃত ভাষায় রচিত একটি ক্লাসিক মহাকাব্য, যার মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এটি বাংলায় প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, যিনি পরাগল খাঁর উৎসাহে অনুবাদ করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন পরাগলী মহাভারত। অনুবাদক নিজে গ্রন্থটির নাম দিয়েছিলেন বিজয়পান্ডবকথা বা ভারতপাঁচালী। পরবর্তীতে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে পরিচিত হন কাশীরাম দাস, যিনি আদি, সভা, বন ও বিরাট পর্বের রচনা শেষ করার পর ইহলোক ত্যাগ করেন।
-
মূল রচয়িতা: কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
-
প্রথম বাংলায় অনুবাদ: কবীন্দ্র পরমেশ্বর
-
প্রথম অনুবাদের নাম: পরাগলী মহাভারত
-
কবীন্দ্র পরমেশ্বরের দেওয়া নাম: বিজয়পান্ডবকথা বা ভারতপাঁচালী
-
শ্রেষ্ঠ অনুবাদক: কাশীরাম দাস
-
কাশীরাম দাস রচনার শেষ পর্ব: আদি, সভা, বন ও বিরাট পর্ব

0
Updated: 2 weeks ago
শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
Created: 2 weeks ago
A
রাজগোপীচন্দ
B
মীননাথের উপাখ্যান
C
গোপীচন্দ্রের সন্ন্যাস
D
গোরক্ষবিজয়
শুকুর মাহমুদ (১৬৬৫–১৭৩৫) ছিলেন মধ্যযুগের একজন সাধক কবি, যিনি রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবদুল শুকুর মাহমুদ। তিনি রচনা করেছেন ‘গোপীচন্দ্রের সন্ন্যাস’ (১৭০৫) কাব্য।
নাথ সাহিত্য হলো বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক নাথ-যোগী ও সিদ্ধাচার্যদের রচিত সাহিত্য। এটি প্রধানত দুই ভাগে বিভক্ত:
১. মীন নাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনি
২. রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস
-
এই দুই কাহিনির মাধ্যমে নাথ যোগীদের অলৌকিক গল্প পল্লবিত হয়েছে।
অন্যদিকে, শেখ ফয়জুল্লাহ রচিত কাব্য হলো ‘গোরক্ষবিজয়’।

0
Updated: 2 weeks ago
'এক পয়সার বাঁশী' কোন ধরনের গ্রন্থ?
Created: 3 weeks ago
A
নাটক
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
শিশুতোষ কাব্য
জসীম উদ্দীন
-
প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
-
এক পয়সার বাঁশী (প্রকাশিত: ১৩৫৬ বঙ্গাব্দ)
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস:

0
Updated: 3 weeks ago