ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
A
বরিশাল
B
কুষ্টিয়া
C
মাগুরা
D
যশোর
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ
-
কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী একজন খ্যাতিমান কবি।
-
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো ‘সাত সাগরের মাঝি’।
-
১৯৪৪ সালের কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর বিখ্যাত কাহিনী কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
একই বছরে শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’-এর জন্য তিনি ইউনেস্কো পুরস্কার অর্জন করেন।
-
এছাড়াও ‘মুহূর্তের কবিতা’ তাঁর একটি সনেট সংকলন।
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'হাতেম তায়ী' ফররুখ আহমেদ রচিত -
Created: 1 week ago
A
উপন্যাস
B
কাহিনী কাব্য
C
গীতি কাব্য
D
কাব্য নাটক
ফররুখ আহমেদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি এবং বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কাব্যিক রচয়িতা। তাঁর সাহিত্যকর্মে কাহিনী কাব্য, শিশুতোষ গ্রন্থ ও সনেট সংকলন সবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
-
জন্ম ও পরিচয়: ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ।
-
সৃজনশীলতা ও স্বীকৃতি:
-
‘সাত সাগরের মাঝি’ তাঁর প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
কাহিনী কাব্য 'হাতেম তায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম (কাব্য নাটক)
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন, ১৯৬৩)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী (কাহিনী কাব্য)
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
অন্যান্য রচনা:
-
পাখির বাসা (শিশুতোষ গ্রন্থ, ১৯৬৫)

0
Updated: 1 week ago
নৌফেল ও হাতেম' ফররুখ আহমদ রচিত কী ধরনের গ্রন্থ?
Created: 2 weeks ago
A
কাহিনিকাব্য
B
কাব্যনাট্য
C
মহাকাব্য
D
গীতিককাব্য
‘নৌফেল ও হাতেম’ ফররুখ আহমদ রচিত একটি কাব্যনাট্য, যা আরব্য উপন্যাসের বিখ্যাত কাহিনির ভিত্তিতে রচিত। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬১ সালে ‘মাহে নও’ পত্রিকায় ধারাবাহিক আকারে, পরবর্তীতে একই বছরের জুন মাসে পাকিস্তান লেখক সংঘের পক্ষে ড. কাজী মোতাহার হোসেনের সম্পাদনায় গ্রন্থাকারে প্রকাশিত হয়। একই বছর ঢাকার ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ঢাকা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ নাটকটি মঞ্চস্থ করলে নাট্যমোদীরা উচ্চ প্রশংসা করেন।
-
ফররুখ আহমদ ইসলামি রেনেসাঁর কবি হিসেবে পরিচিত। তাঁর এই নাটকে হাতেমকে মানবতাবাদী চরিত্র ও প্রতীকরূপে উপস্থাপন করা হয়েছে। হাতেমকে দেখানো হয়েছে আদর্শবাদী, ন্যায়পরায়ণ, পরোপকারী, সেবাব্রতী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং মহৎ মানবতাবাদী হিসেবে।
-
নৌফেল চরিত্রটি ঈর্ষাপরায়ণ, অহংকারী ও অত্যাচারী বাদশাহর প্রতীক হিসেবে চিত্রিত।
-
নাটকটিতে শেষ পর্যন্ত বিজয় দেখানো হয়েছে মানবতার, আর মুক্তির পথ নির্দেশ করা হয়েছে ইনসাফ বা ন্যায়ের মাধ্যমে।
ফররুখ আহমদের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো—
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী

0
Updated: 2 weeks ago
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
Created: 2 months ago
A
সাত সাগরের মাঝি
B
পাখির বাসা
C
হাতেমতাই
D
নৌফেল ও হাতেম
● ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ হলো ফররুখ আহমদের লেখা প্রথম ও সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
বইটির শেষ কবিতার নাম ‘সাত সাগরের মাঝি’, যেটি বইয়ের নামের সঙ্গে মিল রেখে লেখা।
-
এই গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু কবিতা হলো: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
● ফররুখ আহমদ
-
তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি, যিনি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শকে কবিতায় তুলে ধরেছেন।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা তাঁর ‘লাশ’ কবিতাটি তাঁকে প্রথমবারের মতো সাহিত্যিক খ্যাতি এনে দেয়।
-
তাঁর জনপ্রিয় কাহিনিভিত্তিক কাব্য ‘হাতেমতায়ী’ এর জন্য তিনি ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান।
-
ওই একই বছরে তিনি ‘পাখির বাসা’ নামক শিশুতোষ রচনার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
● ফররুখ আহমদের কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago