'অশনি সংকেত' উপন্যাসের উপজীব্য কী?
A
কলিঙ্গ যুদ্ধ
B
দুর্ভিক্ষ
C
তেভাগা আন্দোলনের
D
১ম বিশ্বযুদ্ধ
উত্তরের বিবরণ
অশনি সংকেত উপন্যাস
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস।
-
এর পটভূমি ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ, যা দ্বিতীয় মহাযুদ্ধের বিরূপ প্রভাবে সৃষ্টি হয়।
-
গ্রামীণ বাংলায় দুর্ভিক্ষ কীভাবে করাল রূপে ছড়িয়ে পড়ে, তার বাস্তব ও নিখুঁত চিত্রায়ণ এই উপন্যাসে পাওয়া যায়।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৯ সালে।
-
তবে এটি বই আকারে প্রকাশের আগে ১৯৪৪-১৯৪৬ সালের মধ্যে ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটির পটভূমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বারাকপুর, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বনগ্রাম মহকুমা শহর।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
অনুবর্তন প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
"থালা, বাটি, মাটি" - কোন প্রকারের বিশেষ্য?
Created: 2 weeks ago
A
সমষ্টিবাচক
B
বস্তুবাচক
C
গুণবাচক
D
জাতিবাচক
বস্তুবাচক বিশেষ্য হলো সেই বিশেষ্য, যেগুলো দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝানো হয়। একে দ্রব্যবাচক বিশেষ্যও বলা হয়।
যেমন—
-
বই
-
খাতা
-
কলম
-
থালা
-
বাটি
-
মাটি
-
চাল
-
পানি
-
চিনি
উল্লেখযোগ্য উদাহরণ:
বেলে মাটি — এখানে “মাটি” একটি বস্তুবাচক বিশেষ্য, কারণ এটি একটি প্রাকৃতিক পদার্থকে নির্দেশ করছে। অন্যদিকে, “বেলে” একটি বিশেষণ, যা মাটির ধরনকে বর্ণনা করছে।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
Created: 3 weeks ago
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:

0
Updated: 3 weeks ago
স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
Created: 4 weeks ago
A
ঘরে-বাইরে
B
প্রায়শ্চিত্ত
C
গোরা
D
বিষবৃক্ষ
‘ঘরে-বাইরে’ উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
উপন্যাসটির পটভূমি: স্বদেশি আন্দোলন।
-
পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাথে ভাবসাদৃশ্য রয়েছে।
-
স্টিভেনসনের চরিত্র সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ-এর প্রতিসম।
-
তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক, আর রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ ও সিরিয়াস।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
‘গোরা’ উপন্যাস: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিতে লেখা।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটক: রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক, টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায়।
-
‘বিষবৃক্ষ’: বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস, যেখানে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 4 weeks ago