How did Gulliver first come to the court of Brobdingnag?
A
He was sold to the Queen by the farmer
B
He was presented as a gift by sailors
C
He escaped and reached the palace alone
D
He was found by the King in the forest
উত্তরের বিবরণ
কৃষক গালিভারকে প্রদর্শন করে টাকা রোজগার করত। পরে যখন তাকে রাখতে কষ্ট হতে লাগল, তখন রানি তাকে কিনে নেয় এবং প্রাসাদে নিয়ে যায়। সেখান থেকেই গালিভারের রাজপ্রাসাদে জীবন শুরু হয়।

0
Updated: 1 month ago
According to Gulliver's description, what is the approximate height of an individual Lilliputian?
Created: 4 weeks ago
A
One foot
B
Six inches
C
One inch
D
Three inches
এই অংশে Gulliver প্রথমবার স্পষ্টভাবে একটি Lilliputian-কে দেখতে পান এবং তাকে বর্ণনা করেন as “a human creature not six inches high.” অর্থাৎ সে একেবারে ক্ষুদ্রাকৃতি মানুষ।
পরে তিনি নিশ্চিত করেন যে পুরো দেশটির scale হলো প্রায় one inch to a foot, যেখানে তার মতো একজন সাধারণ six-foot লম্বা মানুষ আসলে বারো গুণ বড় হয় একটি six-inch Lilliputian-এর তুলনায়।
-
First Observation: Gulliver notices the Lilliputian as a very small human figure, hardly six inches tall.
-
Scale Measurement: তিনি হিসাব করেন that 1 foot (in normal size) equals 1 inch in Lilliputian scale.
-
Relative Size: An average human like Gulliver (6 feet) appears to be twelve times larger than the average Lilliputian (6 inches).
-
Impression: এই তুলনা Gulliver-এর চোখে একেবারে আশ্চর্যজনক মনে হয়, কারণ এত ক্ষুদ্র মানুষদের সমাজ ও দেশ আবার তার জন্য সম্পূর্ণ ভিন্ন জগতের মতো।

0
Updated: 2 weeks ago
On arriving England, Gulliver decided to spend his time:
Created: 4 weeks ago
A
In reading
B
In research
C
In his garden at Redriff
D
None of A, B, and C
Gulliver যখন Houyhnhnms-এর দেশ থেকে শেষবার ইংল্যান্ডে ফেরে, তখন সে মানুষের প্রতি গভীর ঘৃণা অনুভব করে, কারণ সে তাদের despicable Yahoos হিসেবে দেখে।নিজের পরিবারের উপস্থিতিও সে সহ্য করতে পারে না।
• এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে, সে দুটি ঘোড়া কেনে এবং প্রতিদিন অন্তত চার ঘণ্টা তাদের সঙ্গে stables-এ কথা বলে কাটায়।
• তার অন্যান্য প্রধান কাজ, যা সে বইয়ের শেষে উল্লেখ করে, হলো তার household পরিচালনা করা এবং Redriff-এ তার বাড়ির garden-এ কাজ করা।
• এই সব কাজের মাধ্যমে সে যতটা সম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে পারে।

0
Updated: 2 weeks ago
Gulliver's disgust with humans after the Houyhnhnms voyage is paradoxical because-
Created: 1 week ago
A
He believes humans can be fully reformed with education
B
He still accepts the inevitability of human moral corruption
C
He fully renounces human society and becomes a recluse
D
He entirely blames the Houyhnhnms for setting impossible standards
গালিভার (Gulliver) যখন হুইহ্নিমদের (Houyhnhnms) সমাজ থেকে ফিরে আসে, তখন মানুষের প্রতি তার বিতৃষ্ণা এক ধরনের বৈপরীত্যপূর্ণ মনোভাব (paradoxical attitude) প্রকাশ করে। তিনি যুক্তিবাদী ও নৈতিক জীব হিসেবে হুইহ্নিমদের অনুকরণ করতে চান, কিন্তু সেই চেষ্টাতেই নিজে হয়ে ওঠেন অতি অহংকারী ও মানববিরাগী (misanthropic)—যা আসলে সেই অযুক্তিকতা ও গর্বেরই প্রতিফলন, যেগুলোর জন্য তিনি মানুষকে ঘৃণা করেন।
১. হুইহ্নিমদের যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ জীবনের প্রতি গালিভারের আকর্ষণ তাকে মানব সমাজ থেকে দূরে ঠেলে দেয়।
২. কিন্তু এই বিচ্ছিন্নতা (isolation) তার নিজের মানবিক সীমাবদ্ধতাকেই তুলে ধরে—তিনি নিজেই প্রমাণ করেন যে মানুষ সম্পূর্ণভাবে যুক্তিনির্ভর হতে পারে না।
৩. ফলে, মানুষের দোষ খুঁজতে গিয়ে গালিভার নিজেই হয়ে ওঠেন অযৌক্তিক ও আত্মকেন্দ্রিক (irrational and self-righteous), যা তার চরিত্রে এক গভীর বৈপরীত্য সৃষ্টি করে।
এই কারণেই তার মানুষের প্রতি ঘৃণা একটি paradox — তিনি যেভাবে মানুষ হতে অস্বীকার করেন, সেটাই প্রমাণ করে তিনি এখনো মানুষ হিসেবেই চিন্তা ও প্রতিক্রিয়া করেন।

0
Updated: 1 week ago