A
England was too small compared to them
B
They considered the English wars foolish
C
They thought English science useless
D
They did not believe England existed
উত্তরের বিবরণ
গালিভার ইংল্যান্ডের যুদ্ধজয় ও সামরিক শক্তির গর্ব করলে ব্রবডিংনাগবাসীরা হাসতে থাকে। তাদের কাছে এত ছোট মানুষের লড়াই তুচ্ছ মনে হয়। তারা মনে করে যুদ্ধ আসলে বোকামি ও নিষ্ঠুরতা। এতে ইউরোপীয় যুদ্ধনীতির প্রতি সুইফটের ব্যঙ্গ স্পষ্ট।

0
Updated: 1 week ago
What did Gulliver find in Balnibarbi?
Created: 1 week ago
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

0
Updated: 1 week ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 week ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 week ago
What was the main political conflict in Lilliput?
Created: 1 week ago
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago