Who was Glumdalclitch in Gulliver’s Brobdingnag adventure?
A
A farmer’s daughter who cared for him
B
The Queen’s maid of honor
C
The King’s youngest daughter
D
A magician from the court
উত্তরের বিবরণ
গ্লামডালক্লিচ ছিল কৃষকের কন্যা, যিনি গালিভারকে যত্ন করতেন। তাকে ছোট বাক্সে বহন করত, কাপড়-খাবার সব ব্যবস্থা করত। গালিভারের কাছে সে ছিল এক অভিভাবকের মতো।

0
Updated: 1 month ago
What was the main criticism Swift made through Balnibarbi?
Created: 1 month ago
A
War is necessary for progress
B
Kings should rule forever
C
Agriculture is unimportant in a nation
D
Useless scientific projects ruin society
বালনিবার্বিতে গালিভার দেখে, কৃষি ও শিল্প সব নষ্ট হয়েছে। কারণ সবকিছু তথাকথিত বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যারা অকেজো পরীক্ষা করে সমাজ ধ্বংস করছে। সুইফট এর মাধ্যমে ইউরোপে চলা অপকারি বৈজ্ঞানিক পরীক্ষা ও অযৌক্তিক তত্ত্বকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 1 month ago
What did the Emperor grant Gulliver by giving him the title “Nardac”?
Created: 1 month ago
A
Freedom to leave Lilliput anytime
B
Permission to marry a Lilliputian woman
C
The highest honor and rank in Lilliput
D
A reward of gold and land
গালিভার ব্লেফুস্কুর নৌবহর দখল করার পর সম্রাট তাকে বিশেষ উপাধি “নারড্যাক” প্রদান করেন। এটি ছিল লিলিপুটে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের প্রতীক। তবে রাজনৈতিক কারণে পরবর্তীতে এই সম্মানও তার বিপদ এড়াতে পারেনি।

0
Updated: 1 month ago