A
A farmer’s daughter who cared for him
B
The Queen’s maid of honor
C
The King’s youngest daughter
D
A magician from the court
উত্তরের বিবরণ
গ্লামডালক্লিচ ছিল কৃষকের কন্যা, যিনি গালিভারকে যত্ন করতেন। তাকে ছোট বাক্সে বহন করত, কাপড়-খাবার সব ব্যবস্থা করত। গালিভারের কাছে সে ছিল এক অভিভাবকের মতো।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
In Lilliput, Gulliver is seen as—
Created: 2 days ago
A
A giant
B
A tiny dwarf
C
A god
D
A beast
লিলিপুটে মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই গালিভার সেখানে দৈত্যের মতো দেখায়। এটি মানবসমাজের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার হাস্যকর পার্থক্য প্রকাশ করে।

0
Updated: 2 days ago
How did Gulliver first come to the court of Brobdingnag?
Created: 1 week ago
A
He was sold to the Queen by the farmer
B
He was presented as a gift by sailors
C
He escaped and reached the palace alone
D
He was found by the King in the forest
কৃষক গালিভারকে প্রদর্শন করে টাকা রোজগার করত। পরে যখন তাকে রাখতে কষ্ট হতে লাগল, তখন রানি তাকে কিনে নেয় এবং প্রাসাদে নিয়ে যায়। সেখান থেকেই গালিভারের রাজপ্রাসাদে জীবন শুরু হয়।

0
Updated: 1 week ago